মহালয়ায় মহা ধামাকা, দেব-সৃজার সঙ্গে ব়্যাম্প ওয়াকে মাতলেন সৌরভ! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক : গত ৬ অক্টোবর থেকে জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে সৌরভের (Sourav Ganguly) ‘দাদাগিরি সিজন ১০’ (Dadagiri)। তারপর থেকেই ট্রেন্ডিং-এ রয়েছে এই শো। সপ্তাহের শুক্র আর শনিবারটা সমস্ত কাজ ছেড়ে হলেও টিভির সামনে বসে পড়ে দর্শকমহল। সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত আর কোনও কথা হবেনা। সম্প্রতি খবর মিলেছে, মহালয়ার দিন ‘দাদাগিরি’র মঞ্চে হবে মহা ধামাকা।

সূত্রের খবর, এইদিন নাকি ব়্যাম্প মাতাবেন সৌরভ। সফরসঙ্গী দেব, সৃজা আর ইমন। এতদিন যিনি ক্রিকেটের ২২ গজ কাঁপিয়েছেন এবার সেই মহারাজ নাকি ব়্যাম্পে হাঁটবেন। সৌরভ যে ভীষণরকমের আড্ডাপ্রিয় সেকথা আর নতুন করে বলার কিছু নেই। তার সেন্স অফ হিউমর যে কতটা তীক্ষ্ম তার প্রমাণ মিলেছে দাদাগিরির মঞ্চে। এইদিন দেব-সৃজার সঙ্গেও জমে উঠবে দাদাগিরি সিজন ১০- এর মঞ্চ।

সম্প্রতি ‘দাদাগিরি’র নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, ইমন সৌরভকে বলেছে ‘অনেক সুপাস্টারের সঙ্গে মঞ্চে ব়্যম্প ওয়াক করেছেন’। এটা শোনার পর সৌরভের হাসি থামায় কে! তিনি বলেন, ‘আমি ব়্যাম্প ওয়াক করি কিনা জানি না, তবে হাঁটি’। এরপরেই দেব আর সৃজার সঙ্গে পায়ে পা মেলাবেন সৌরভ। ব্যাকগ্রাউন্ড থেকে ভেসে আসছে খোকাবাবু যায় লাল জুতো পায়। দেবের গান, দাদার ব়্যাম্প ওয়াক__একেবারে জমে ক্ষীর।

আরও পড়ুন : কত টাকার মালিক সৌরভের গাঙ্গুলি! অবসরের পরেও দাদার সম্পত্তি মাত দেবে নতুন ক্রিকেটারদের

‘দাদাগিরি’র এই নতুন প্রোমো ভাইরাল হওয়ার পর থেকে এপিসোড দেখার জন্য উদগ্রীব হয়ে আছে দর্শকরাও। এইদিন মঞ্চে উপস্থিত থাকবেন সঙ্গীত শিল্পী রূপম ইসলামও। একদিকে গোটা বাঘা যতীনের টিম, অন্যদিকে ইমন-রূপম এর গান__দাদাগিরির মহালয়ার বিশেষ পর্ব একেবারে জমজমাট। এইদিন দর্শকদের জন্যেও রয়েছে বহু চমক।

আরও পড়ুন : শাহরুখের ‘জওয়ান’ দেখুন মাত্র ৯৯ টাকায়, কোথায়-কীভাবে? রইল খুঁটিনাটি

 

প্রসঙ্গত উল্লেখ্য, দাদাগিরির গত সিজনের ট্যাগ লাইন ছিল- ‘হাত বাড়ালেই বন্ধু’। আর এবার সৌরভের গলায় শোনা গেল, ‘বাঙালি লড়ে, বাঙালি গড়ে। বাঙালি আজও দাদাগিরি করে। যে বাঙালি বাঘের মতো ঝাঁপাতে তৈরি তাদের জন্য আসছে দাদাগিরি।’ চলতি সিজনের প্রোমোতেই ছিল এক অন্য ঝাঁঝ। আর সম্প্রচারের পর থেকেই মানুষের মন জিতে আসছে এই শো।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর