পুজোর ভিড় সামলাতে দুর্দান্ত উদ্যোগ রেলের! চলবে ১৮ পুজো স্পেশাল লোকাল, জানুন রুট, সময়

বাংলাহান্ট ডেস্ক : শিয়ালদা ডিভিশনে পুজো উপলক্ষে চলবে বিশেষ কিছু ট্রেন। দুর্গাপূজো স্পেশাল মোট ৯ জোড়া অর্থাৎ ১৮টি ট্রেন চলবে পুজোর কয়েক দিন। পূর্ব রেল জানিয়েছে, শিয়ালদা-রানাঘাট শাখা, শিয়ালদা-কল্যাণী শাখা, শিয়ালদা-বনগাঁ শাখা, শিয়ালদা-ডানকুনি শাখা, শিয়ালদা-বারুইপুর শাখা এবং শিয়ালদা-বজবজ শাখায় একাধিক পুজো স্পেশাল ট্রেন চালানো হবে পঞ্চমী থেকে নবমী পর্যন্ত।

পঞ্চমীর দিন অর্থাৎ আগামী ১৯ অক্টোবর থেকেই এই ট্রেনগুলি চলাচল শুরু করবে বিভিন্ন রুটে।শিয়ালদা-রানাঘাট লোকাল শিয়ালদা থেকে রাত ১২ টা ৪০ মিনিটে  ছাড়বে এবং রানাঘাট-শিয়ালদা ছাড়বে লোকাল রাত ১১ টা ৪৫ মিনিটে রানাঘাট থেকে। শিয়ালদা-কল্যাণী লোকাল শিয়ালদা থেকে রাত ১ টা ৩০ মিনিটে ছাড়বে এবং রাত ২ টো ৩০ মিনিটে শিয়ালদা থেকে শিয়ালদা-কল্যাণী লোকাল ছাড়বে।

আরোও পড়ুন : পুজোতে বসে বসে হবে আয়, মদের দোকানের লাইসেন্স দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, এভাবে করুন আবেদন

কল্যাণী-শিয়ালদা লোকাল রাত ১২ টা ১০ এবং রাত ৩ টেয় ছাড়বে কল্যাণী থেকে। রাত ১ টা ২০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে শিয়ালদা-বনগাঁ লোকাল এবং রাত ১১ টা ৫৫ মিনিটে বনগাঁ-শিয়ালদা লোকাল বনগাঁ থেকে ছাড়বে। শিয়ালদা-ডানকুনি লোকাল রাত ১১ টা ৩০ মিনিটে ছাড়বে শিয়ালদা থেকে এবং ডানকুনি-শিয়ালদা লোকাল রাত ১২ টা ২৫ মিনিটে ডানকুনি থেকে রওনা দেবে।

Local

শিয়ালদা-বারুইপুর লোকাল স্পেশাল ট্রেন দুপুর ৩ টে ২০ মিনিটে, রাত ১২ টা ৩০ মিনিটে, রাত ২ টো ২০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। বারুইপুর-শিয়ালদা লোকাল বিকেল ৪ টে ৩৮ মিনিটে , রাত ১ টা ২৫ মিনিটে, রাত ৩ টে ১০ মিনিটে বারুইপুর থেকে ছাড়বে। শিয়ালদা-বজবজ লোকাল শিয়ালদা থেকে রাত ১১ টা ৩০ মিনিটে এবং বজবজ-শিয়ালদা লোকাল বজবজ থেকে রাত ১২ টা ৩০ মিনিটে ছাড়বে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর