বাংলাহান্ট ডেস্ক: ফিক্সড ডিপোজিট অর্থাৎ FD তে সুদের হার বাড়ানো কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। কারণ টাকা ছাড়া এই পৃথিবীতে কিছুই হয় না। নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে প্রতিটা মানুষই টাকা জমান। এবার সমস্ত মানুষের কথা ভেবেই ফিক্সড ডিপোজিট (এফডি)-এর উপর ব্যাপক সুদের হার অফার করছে এই জনপ্রিয় ব্যাঙ্ক। বর্তমান সময় টাকা জমাবার একটি খুব ভালো মাধ্যম হল ফিক্সড ডিপোজিট।
এই ফিক্সড ডিপোজিট (এফডি) স্কিমে বিনিয়োগ করে আপনি খুব সহজে মোটা টাকার রিটার্ন পেতে পারেন ভবিষ্যতে। আর সেজন্যই গ্রাহকদের কথা ভেবে ব্যাঙ্ক এখন 7 দিন থেকে 10 বছরের ফিক্সড ডিপোজিট (এফডি)-এর জন্য 2.76 শকাংশ থেকে 7.75 শতাংশ সুদের হার অফার করছে। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ফিক্সড ডিপোজিট (এফডি)-এর নতুন রেট 25 অক্টোবর থেকে কার্যকর হয়েছে ।
আরোও পড়ুন : তাণ্ডব চালাল ‘হামুন’, অন্ধকারে ঢাকল বাংলাদেশ! ওপার বাংলায় ঘূর্ণিঝড়ের বলি একাধিক
ফিক্স ডিপোজিটের সেই নতুন রেট গুলো কি সেই সম্পর্কে জানেন ? দেখে নিন বিস্তারিত :
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের উপর 7 দিন থেকে 14 দিনের জন্য 2.75 শতাংশ সুদের হার অফার করছে। 15 দিন থেকে 30 দিনের জন্য 3.00 শতাংশ সুদের হার দেবে। 31 দিন থেকে 45 দিনের ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর 3.25 শতাংশ সুদ। 46 দিন থেকে 90 দিনের ফিক্সড ডিপোজিটের উপর 3.50 শতাংশ সুদের হার দেবে।
91 দিন থেকে 120 দিনের জন্য 4.00 শতাংশ সুদ ও 121 দিন থেকে 179 দিনের ফিক্সড ডিপোজিটের উপর 4.25 শতাংশ সুদের হার পাওয়া যাবে। 180 দিনের ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর 7.00 শতাংশ সুদ যেমন পাওয়া যাবে তেমনি 181 দিন থেকে 269 দিনের ফিক্সড ডিপোজিটের উপর 6.00 শতাংশ সুদের হার পাওয়া যাবে।
আরোও পড়ুন : বড়সড় ধামাকা রেলের! এবার শিয়ালদা থেকে ছুটবে পুরী স্পেশাল, কনফার্ম টিকিট পাবেন যাত্রীরা
270 দিনের ফিক্সড ডিপোজিটের উপর 6.00 শতাংশ সুদের হার অফার করছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। 271 দিন থেকে 363 দিনের এফডির উপর 6.00 শতাংশ সুদ ও 364 দিনের ফিক্সড ডিপোজিটের উপর 6.50 শতাংশ সুদের হার অফার করছে। 365 দিন থেকে 389 দিনের ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর 7.10 শতাংশ সুদের হাড়ের পাশাপাশি 390 দিনের ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর 7.15 শতাংশ সুদের হার অফার করছে এই ব্যাঙ্ক।
এছাড়া 391 দিন থেকে 23 মাসের কমের ফিক্সড ডিপোজিটের উপর 7.20 শতাংশ সুদের হার যেমন অফার করছে তেমনি 23 মাসের এফডির 7.25 শতাংশ সুদের হার অফার করছে জনপ্রিয় এই ব্যাঙ্ক। তাই আর কিসের চিন্তা! কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করুন। নিজের ভবিষ্যৎ ও পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করুন।