Ekchokho.com 🇮🇳

কোটি কোটি গ্রাহক পাবেন স্বস্তি! PNB সহ এই ৩ ব্যাঙ্ক নিল বড় পদক্ষেপ

Published on:

Published on:

3 banks including Punjab National Bank have taken big steps.

বাংলা হান্ট ডেস্ক: দেশের একাধিক বড় সরকারি ব্যাঙ্ক এবার তাদের গ্রাহকদের জন্য একটি বড় পদক্ষেপ গ্রহণ করেছে। যেটি নিঃসন্দেহে স্বস্তি দেবে লক্ষ লক্ষ গ্রাহকদের। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইতিমধ্যেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) সহ ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের সুদের হার ৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। এর ফলে, হোম লোন থেকে শুরু করে কার লোন এবং অন্যান্য ঋণ গ্রহণকারীদের এখন কম সুদ দিতে হবে। এদিকে, এই হার চলতি মাস অর্থাৎ জুলাই থেকে কার্যকর হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে রেপো রেট ১০০ বেসিস পয়েন্ট কমিয়েছিল। তারপরেই ব্যাঙ্কগুলি এই পদক্ষেপ নিয়েছে।

PNB (Punjab National Bank) সহ এই ৩ ব্যাঙ্ক নিল বড় সিদ্ধান্ত:

MCLR কী: জানিয়ে রাখি যে, MCLR হল মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেসড লেন্ডিং রেট। এটি হল সেই সর্বনিম্ন সুদের হার যার ওপর ব্যাঙ্ক ঋণের জন্য সুদ নেয়। এই হার ঋণের সুদের হারের সর্বনিম্ন সীমা নির্ধারণ করে। RBI-র নিয়ম অনুসারে, বিশেষ ছাড় না দেওয়া পর্যন্ত ব্যাঙ্কগুলি এই হারের চেয়ে কম সুদে ঋণ দিতে পারে না।

স্বস্তি দিল PNB: দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক, PNB (Punjab National Bank) সকল মেয়াদের জন্য MCLR ৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। এই নতুন হার গত ১ জুলাই, ২০২৫ থেকে কার্যকর হয়েছে। যার ফলে ১ দিনের MCLR ৮.২৫ শতাংশ থেকে কমিয়ে ৮.২০ শতাংশ করা হয়েছে। এদিকে, ১ মাসের MCLR ৮.৪০ শতাংশ থেকে কমিয়ে ৮.৩৫ শতাংশ করা হয়েছে। এছাড়াও, ৩ মাসের MCLR: ৮.৬০ শতাংশ থেকে কমিয়ে ৮.৫৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি, ৬ মাসের MCLR ৮.৮০ শতাংশ থেকে কমিয়ে ৮.৭৫ শতাংশ, ১ বছরের MCLR (হোম লোনের জন্য গুরুত্বপূর্ণ) ৮.৯৫ শতাংশ থেকে কমিয়ে ৮.৯০ শতাংশ, ৩ বছরের MCLR ৯.২৫ শতাংশ থেকে কমিয়ে ৯.২০ শতাংশ করা হয়েছে।

3 banks including Punjab National Bank have taken big steps.

ইন্ডিয়ান ব্যাঙ্কও হার কমিয়েছে: ইন্ডিয়ান ব্যাঙ্ক কিছু ক্ষেত্রে MCLR ৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। এই নতুন হারগুলি ৩ জুলাই, ২০২৫ থেকে প্রযোজ্য হয়েছে। এই ব্যাঙ্ক ১ দিনের MCLR (৮.২০ শতাংশ)-এ কোনও পরিবর্তন করেনি। তবে, ১ মাসের MCLR ৮.৪৫ শতাংশ থেকে কমিয়ে ৮.৪০ শতাংশ করেছে। পাশাপাশি, ৩ মাসের MCLR ৮.৬৫ শতাংশ থেকে কমিয়ে ৮.৬০ শতাংশ করা হয়েছে। এদিকে, ৬ মাসের MCLR ৮.৯০ শতাংশ থেকে কমিয়ে ৮.৮৫ শতাংশ করা হয়েছে। এছাড়াও, ১ বছরের MCLR ৯.০৫ শতাংশ থেকে কমিয়ে ৯.০০ শতাংশ করা হয়েছে।

আরও পড়ুন: ভারতে iPhone 17-এর উৎপাদন হবে ব্যাহত? চিনের এই চালেই বাড়ছে চিন্তা

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বড় সিদ্ধান্ত নিয়েছে: এদিকে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সমস্ত মেয়াদের জন্য MCLR ৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। এই নতুন হারগুলি গত ১ জুলাই, ২০২৫ থেকে প্রযোজ্য হয়েছে। এক্ষেত্রে ১ দিনের MCLR: ৮.১৫ শতাংশ থেকে কমিয়ে ৮.১০ শতাংশ করা হয়েছে। পাশাপাশি ও, ১ মাসের MCLR ৮.৪৫ শতাংশ থেকে কমিয়ে ৮.৪০ শতাংশ করা হয়েছে। এদিকে, ৩ মাসের MCLR ৮.৬০ শতাংশ থেকে কমিয়ে ৮.৫৫ শতাংশ করা হয়েছে। এছাড়াও, ৬ মাসের MCLR ৮.৮৫ শতাংশ থেকে কমিয়ে ৮.৮০ শতাংশ করা হয়েছে। ১ বছরের MCLR ৯.০৫ শতাংশ থেকে কমিয়ে ৯.০০ শতাংশ করা হয়েছে এবং ৩ বছরের MCLR ৯.২০ শতাংশ থেকে কমিয়ে ৯.১৫ শতাংশ করা হয়েছে।

আরও পড়ুন: ১১ দিন আগেই করেন বিয়ে! আচমকাই মৃত্যু রোনাল্ডোর সতীর্থের! না ফেরার দেশে পাড়ি দিওগো জোতার

উপকৃত হবেন গ্রাহকরা: প্রসঙ্গত উল্লেখ্য যে, এই ব্যাঙ্কগুলির সুদের হার হ্রাসের ফলে EMI-র বোঝা কমবে। এটি বিশেষ করে সেইসব গ্রাহকদের উপকৃত করবে যাঁরা হোম লোন এবং কার লোন নিচ্ছেন। RBI-র তরফে রেপো রেট হ্রাসের পর, অর্থনীতিকে ত্বরান্বিত করার এবং গ্রাহকদের স্বস্তি দেওয়ার লক্ষ্যে ব্যাঙ্কগুলির এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।