বাংলাহান্ট ডেস্ক : দেশ (India) তথা বিশ্বে হু হু করে বাড়ছে মুসলিমদের সংখ্যা। মাত্র এক দশকেই মুসলিম জনসংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। ভারতেও এই বৃদ্ধির হার চোখে পড়েছে বিশেষ ভাবে। রিপোর্ট বলছে, ২০১০ থেকে ২০২০ সাল, এর মধ্যে গোটা বিশ্বে মুসলিম জনসংখ্যা বেড়েছে ৩৪.৭ কোটি। এমনটাই চলতে থাকলে আগামী ২৫ বছরের মধ্যে ভারতেই (India) সবথেকে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হবে বলে দাবি করা হচ্ছে।
ভারতে (India) বাড়ছে মুসলিম জনসংখ্যা
আন্তর্জাতিক সংস্থা PEW এর একটি রিপোর্টে দাবি করা হয়েছে, বিগত ১০ বছরে বিশ্বে মুসলিম জনসংখ্যা বেড়েছে ৩৪.৭ কোটি। অন্যান্য ধর্মের মিলিত জনসংখ্যা বৃদ্ধির থেকেও যা বেশি। রিপোর্ট বলছে, ২০১০ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যা ছিল ২৩.৯ শতাংশ। মাত্র দশ বছরে তা বেড়ে গিয়ে ২০২০ তে দাঁড়িয়েছে ২৫.৬ শতাংশ। এই বৃদ্ধির হার সর্বাধিক এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।
দশ বছরে কমেছে হিন্দু: ভারতের (India) ক্ষেত্রেও চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এনেছে এই সংস্থা। সেখানে দাবি করা হয়েছে, ২০১০ থেকে ২০২০ এর মধ্যে হিন্দু জনসংখ্যা বেড়েছে ১২ শতাংশ। কিন্তু এই বৃদ্ধি বিশ্বের মোট জনসংখ্যা বৃদ্ধির প্রায় সমান বলা চলে। ২০২০ সালে বিশ্বে হিন্দু জনসংখ্যা ১.২ মিলিয়ন। তবে পিউ এর রিপোর্টে সবথেকে চাঞ্চল্যকর তথ্য হল, বিশ্বের সর্বাধিক হিন্দু জনসংখ্যার দেশ ভারতে (India) কমছে হিন্দুদের হার।
আরও পড়ুন : ইংরেজি-বিতর্কে হয়েছিলেন ট্রোল, বক্স অফিসে কত কোটি তুলল প্রসেনজিতের ‘মালিক’?
সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে পারে ভারত: রিপোর্ট বলছে, ২০১০ এ ভারতে (India) হিন্দু জনসংখ্যা ছিল ৮০ শতাংশ। ২০২০ তে তা কমে দাঁড়িয়েছে ৭৯ শতাংশে। অন্যদিকে মুসলিম জনসংখ্যা ১৪.৩ শতাংশ থেকে লাফিয়ে বেড়েছে ১৫.২ শতাংশে। এই ১০ বছরে ভারতে (India) মুসলিম জনসংখ্যা বেড়েছে ৩.৫৬ কোটি। এমনকি রিপোর্টে দাবি করা হয়েছে, এমনটাই চলতে থাকলে আগামী ২০৫০ সালের মধ্যে ভারতই হবে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ। বর্তমানে ইন্দোনেশিয়াতেই সবথেকে বেশি মুসলিম বসবাস করেন। তবে ভারত (India) তাকেও টপকে যাবে বলে দাবি করা হচ্ছে রিপোর্টে।
আরও পড়ুন : টের পেতে দেননি কাকপক্ষীতেও, লুকিয়ে বিয়ে সেরে বিরাট চমক রূপার!
এই জনবিষ্ফোরণের কারণ হিসেবে মূলত দাবি করা হচ্ছে মুসলিমদের জন্মহার মৃত্যু হারের থেকে বেশি হওয়াকেই। তবে কম হলেও এর মধ্যে ধর্মান্তকরণও রয়েছে। ওই রিপোর্টে প্রকাশ, ১০ বছরে খ্রিস্টান জনসংখ্যা ৩০.৬ শতাংশ থেকে কমে হয়েছে ২৮.৮ শতাংশ। চিনে জন্মহার নিয়ন্ত্রণে কড়াকড়ি হওয়ায় কমেছে বৌদ্ধ জনসংখ্যাও। জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে মুসলিমদের পরেই রয়েছে নাস্তিকরা। রিপোর্ট অনুযায়ী, ১০ বছরে ২৭ কোটি বেড়ে বিশ্বে নাস্তিকদের জনসংখ্যা হয়েছে ১.৯ মিলিয়ন।