বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সরকারের (Government) তরফে পরিবহণক্ষেত্রকে ঢেলে সাজানো হচ্ছে। ঠিক সেই আবহেই এবার একটি বড় তথ্য সামনে এসেছে। তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার ভারতে (India) তৈরি হবে ইভি-রেডি হাইওয়ে বা ইলেকট্রিক হাইওয়ে! মূলত, ভারত সরকার গোল্ডেন কোয়াড্রিল্যাটারালে (Golden Quadrilateral) একটি ইলেকট্রিক ভেহিক্যাল-রেডি হাইওয়ে নির্মাণের পরিকল্পনা করছে। যা প্রধান শহরগুলির সাথে সংযোগকারী মহাসড়কের একটি নেটওয়ার্ক হবে। এর ফলে বৈদ্যুতিক ইন্টারসিটি গণপরিবহণ ব্যবহারের মাধ্যমে জ্বালানি খরচ এবং যানবাহনের নির্গমন কমানো যাবে।
এমতাবস্থায়, সরকারের লক্ষ্য হল আগামী ৭ বছরের মধ্যে এই ধরণের ৬,০০০ কিলোমিটার পর্যন্ত মহাসড়ক তৈরি করা। এর ফলে সমগ্ৰ দেশে বৈদ্যুতিক যানবাহন গ্রহণে উৎসাহ মিলবে এবং বৈদ্যুতিক বাস চলাচলের সুবিধাও মিলবে। এই মহাসড়কগুলি গ্রিন এনার্জি চালিত চার্জিং পরিকাঠামো দ্বারা সজ্জিত হবে বলেও জানা গিয়েছে। এদিকে, মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, ভিশন ২০৩০ পিএম পাবলিক ট্রান্সপোর্ট সার্ভিসেস নামে পরিচিত এই প্রচেষ্টাটি বৈদ্যুতিক বাস চালু করার সাথে শুরু হবে। যা ভারতে বৈদ্যুতিক গাড়ির (EVs) জন্য একটি ইকোসিস্টেম তৈরি করবে।
ইভি-রেডি মহাসড়ক এবং বৈদ্যুতিক বাস শুরু করা ছাড়াও, সরকার ২০৩০ সালের মধ্যে ৮ লক্ষ পুরোনো এবং দূষণকারী ডিজেল বাসগুলিকে বৈদ্যুতিক বাসে প্রতিস্থাপন করতে স্টেকহোল্ডারদের সাথে আলোচনা শুরু করেছে। এর মধ্যে ২ লক্ষ বৈদ্যুতিক বাস রাজ্য পরিবহণ উদ্যোগের জন্য বরাদ্দ রয়েছে, ৫,৫০,০০০ টি বাস বেসরকারি অপারেটরদের জন্য এবং ৫০,০০০ বাস টি স্কুল ও কর্মচারী পরিবহণের জন্য বরাদ্দ করা থাকবে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: শক্তিশালী পাসপোর্টের তালিকায় উন্নতি ভারতের, শোচনীয় অবস্থা পাকিস্তানের! রইল লিস্ট
এমতাবস্থায়, আশা করা হচ্ছে নতুন ই-হাইওয়ে নির্মাণের ফলে চার্জিং ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আরও বিকাশ ঘটবে। উল্লেখ্য যে, গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল হল ভারতের দীর্ঘতম হাইওয়ে নেটওয়ার্ক। যা দিল্লি, মুম্বাই, কলকাতা এবং চেন্নাই এই চারটি প্রধান শহরকে সংযুক্ত করেছে। এটি বিভিন্ন শিল্প, কৃষি এবং সাংস্কৃতিক কেন্দ্রকেও সংযুক্ত করে। এই নেটওয়ার্কে ই-হাইওয়ে তৈরি করা COP28 নির্দেশিকাগুলির সাথে সামঞ্জস্য রেখে লজিস্টিক খরচ কমাতে এবং নির্গমন রোধে সরকারের প্রচেষ্টায় উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে বলে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন: শেয়ার বাজার চাঙ্গা হতেই শক্তি বৃদ্ধি ভারতীয় মুদ্রার! ডলারের তুলনায় এতটা বৃদ্ধি পেল টাকা
ইলেকট্রিক হাইওয়ে কি: বৈদ্যুতিক হাইওয়েগুলির ক্ষেত্রে ওভারহেড বৈদ্যুতিক লাইনের মাধ্যমে চলন্ত যানবাহনগুলিতে শক্তি সরবরাহ করার বিষয়ে এনার্জি-এফিসিয়েন্ট বিকল্প উপলব্ধ করে। বর্তমানে, জার্মানির বার্লিনে বিশ্বের দীর্ঘতম ই-হাইওয়ে রয়েছে। যেটির দৈর্ঘ্য হল ১০৯ কিলোমিটার। জানা গিয়েছে সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক বিল্ড, অপারেট এবং ট্রান্সফার (বিওটি) মডেলের অধীনে বেসরকারি সংস্থাগুলিকে ইলেকট্রিক হাইওয়ের জন্য চুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে। শহরগুলির মধ্যে চলাচলের জন্য বৈদ্যুতিক বাসগুলির পর্যাপ্ত চার্জিং স্টেশন স্থাপনের মাধ্যমে বিদ্যমান মহাসড়কগুলিকে চিহ্নিত করে ই-হাইওয়েতে রূপান্তর করার চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য যে, গত বছরের সেপ্টেম্বরে, সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি ইলেকট্রিক হাইওয়ে তৈরির প্রতি সরকারের আগ্রহ প্রকাশ করেছিলেন।