প্রাণপ্রতিষ্ঠার দিন বাড়িতে পাঠ করুন এই স্তোত্রটি! সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন ভগবান রাম

বাংলা হান্ট ডেস্ক: আগামী সোমবার অর্থাৎ ২২ জানুয়ারি দিনটি নিঃসন্দেহে হতে চলেছে ঐতিহাসিক। কারণ, এই বিশেষ দিনেই উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দির (Ayodhya Ram Mandir)। শুধু তাই নয়, ওইদিনই সম্পন্ন হবে রামলালার প্রাণপ্রতিষ্ঠার উৎসবও। আর এর মাধ্যমেই রামভক্তদের ৫০০ বছরের অপেক্ষার অবসান হবে। এদিকে, রাম মন্দির উদ্বোধনের আর বাকি মাত্র কয়েক ঘন্টাই। এমতাবস্থায়, আপনি যদি রাম মন্দিরে না যান সে ক্ষেত্রে বাড়িতেই রামের বিশেষ পুজো করতে পারেন। মূলত, এক্ষেত্রে রাম রক্ষা স্তোত্র পাঠ করা অত্যন্ত লাভজনক হিসেবে বিবেচিত হবে। ওই স্তোত্রে ভগবান রামের মহিমার বিষয়টি উপস্থাপিত করা হয়েছে। এই স্তোত্র পাঠ করলে মিলবে একাধিক সুফলও। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

ভূত-প্রেত: আপনি যদি রাত্রিবেলায় ঘুমোনোর সময় ভূত-প্রেত বা ভৌতিক কিছুর উপস্থিতি অনুভব করেন সেক্ষেত্রে রাম রক্ষা স্তোত্র আপনার জন্য খুব উপকারী প্রমাণিত হবে। এছাড়াও, আপনি শ্রী রাম রক্ষা স্তোত্র জপ করে আশীর্বাদকৃত জল পান করতে পারেন। আপনি অবশ্যই এটি থেকে উপকৃত হবেন।

Recite this hymn at home on Ramlala's Pran Pratishtha

হবে মনস্কাকামনা পূরণ: আপনি আপনার কোনো মনস্কামনা পূরণের জন্যও এই স্তোত্র পাঠ করতে পারেন। আপনাকে ৪১ দিন ধরে দিনে ১১ বার রাম স্তোত্র পাঠ করতে হবে। এতে আপনার মনস্কাকামনা পূরণ হবে এবং আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে। এটি পাঠ করলে বাড়িতে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে।

আরও পড়ুন: শ্রেয়স-গিল নয়, ভরসা সেই রিঙ্কুই! ইংল্যান্ডের বিরুদ্ধে ঘটবে অভিষেক, চূড়ান্ত হল ভারতীয় দল

মিলবে কষ্ট থেকে মুক্তি: আপনি যদি আপনার জীবনকে সমস্যা থেকে মুক্ত করতে চান তবে আপনার নিয়মিত রাম রক্ষা স্তোত্র পাঠ করা উচিত। এর পাশাপাশি, এই মন্ত্রটি আপনার কুণ্ডলীতে মঙ্গলের অশুভ প্রভাব কমিয়ে আনবে।

আরও পড়ুন: ডার্বি জয়ের পরেই ঝটকা! সেমিফাইনালের আগেই দুশ্চিন্তার মেঘ লাল-হলুদ শিবিরে

পৌরাণিক কাহিনি: জানিয়ে রাখি যে, পৌরাণিক কাহিনি অনুসারে, ভগবান শিব স্বয়ং বুধকৌশিকের স্বপ্নে আবির্ভূত হয়ে রাম রক্ষা স্তোত্র পাঠ করেছিলেন। এটি বিশ্বাস করা হয়, যে ব্যক্তি সঠিক নিয়ম মেনে রাম রক্ষা স্তোত্র পাঠ করেন তিনি স্বয়ং ভগবান রাম দ্বারা সুরক্ষিত হন। তাছাড়া শত্রু থেকে মুক্তি পেতেও এই মন্ত্রটি খুবই উপকারী।

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে লেখা হয়েছে। বাংলা হান্ট এটি নিশ্চিত করে না।)

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর