সাগরে ফুঁসছে সাইক্লোনিক সার্কুলেশন! তোলপাড় হবে দক্ষিণবঙ্গ, আবহাওয়া নিয়ে ভয়ঙ্কর আপডেট IMD-র

বাংলাহান্ট ডেস্ক : ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই আবহাওয়ার পরিবর্তন আমরা সবাই দেখতে পাচ্ছি। প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। চাদর তো দূর, গায়ে সামান্য মোটা পোশাক পরলেও অস্বস্তি হচ্ছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার সর্বনিম্ন তাপমাত্রা এখন ১৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে। প্রায় সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে বেশি।

জানা যাচ্ছে, একাধিক ওয়েদার সিস্টেম অ্যাকটিভ রয়েছে এই মুহূর্তে। সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে বাংলাদেশের উপর। বাংলাদেশ থেকে পূর্ব অসম পর্যন্ত এলাকায় এটি বিস্তৃত রয়েছে। এছাড়া পশ্চিমী ঝঞ্ঝার দাপট অব্যাহত রয়েছে। জেট স্ট্রিম উইন্ড বইছে গোটা উত্তর ভারতের উপর দিয়ে। ২৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় এটি বইছে।

আরোও পড়ুন : না পালিয়ে পুলিশের গাড়ি ঠেলছে আসামীরা! আজব ঘটনা বিহারে, ভাইরাল ভিডিও ঘিরে হাসির রোল

এই হাওয়া বয়ে চলেছে সমুদ্রতল থেকে ১২.৬ কিমি উপরে। IMD জানাচ্ছে, এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা বেশ প্রবল গোটা বাংলা জুড়েই। বৃষ্টিপাতের জোড়ালো সম্ভাবনা রয়েছে হিমালয় পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। এছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার।

weather rainn

বৃষ্টি হলেও আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গে শীত ফেরার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও। তবে ঘন কুয়াশার দাপট রয়েছে উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই। তবে শীত প্রেমীদের মন খারাপ করে দিয়ে হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত শীতের ফিরে আসার সম্ভাবনা নেই।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর