বাংলা হান্ট ডেস্ক : হাতে মাত্র আর দেড় মাস। তারপরেই শুরু হবে ভোটপর্ব। তার আগে ফলাফলের আঁচ বুঝতে সমীক্ষা চালিয়েছিল মুড অফ দ্য নেশন (MOTN)। সমীক্ষার ফলাফল বলছে, ফের একবার মোদী ঝড় উঠবে দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বে বিজেপি (Bhartiya Janta Party) নেতৃত্বাধীন NDA সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে তৃতীয় মেয়াদ অর্থাৎ হ্যাট্রিক করার জন্য প্রস্তুত।
মুড অফ দ্য নেশনের সমীক্ষা বলছে, যদি আজকের দিনে নির্বাচন হয় তাহলে ফের একবার সরকার গড়বে বিজেপি। যদিও মোদীর বক্তব্য অনুযায়ী ৪০০ এর গণ্ডি পার করা মুশকিল হবে। সমীক্ষা বলছে, আনুমানিক ৩৩৫টি আসন যাবে এনডিএ-র দখলে। এদিকে বিজেপিও ম্যাজিক ফিগার ২৭২ পার করে যাবে। তবে এর অধিকাংশটাই আসবে উত্তর, পশ্চিম এবং পূর্ব ভারত থেকে।
সমীক্ষা অনুসারে, উত্তর ভারতের ১৮০টি লোকসভা আসনের মধ্যে এনডিএ-র দখলে থাকবে ১৫৪টি আসন এবং ইন্ডিয়া ব্লকের দখলে যাবে ২৫টি আসন। ওদিকে পূর্ব ভারতের ১৫৩টি লোকসভা আসনের মধ্যে এনডিএ জিতবে ১০৩টি আসন। যেখানে ইন্ডিয়া ব্লকের দখলে যাবে ৩৮টি আসন। ওদিকে অপর ১২টি আসন জিতবে অন্যান্যরা।
আরও পড়ুন : ক্ষমতাতে ফের মোদীই! তবে রয়েছে একটি চিন্তা, লোকসভা ভোটের সমীক্ষায় ঘুম উড়ল বিরোধীদের
একই সাথে পশ্চিম ভারতের কথা বললে, সেখানকরা ৭৮টি আসনের মধ্যে এনডিএ জিতবে ৫১টি আসন এবং ইন্ডিয়া ব্লকের দখলে থাকবে ২৭টি আসন। ওদিকে দক্ষিণ ভারতের ১৩২টি আসনের মধ্যে মহাজোটের দখলে যেতে পারে ৭৬টি এবং এনডিএ জিততে পারে ২৭টি আসন। বাকি ২৯টি আসন যাবে অন্যান্যদের দখলে।
দক্ষিণে এনডিএ-এর বর্তমান ট্যালি কী?
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ লোকসভা নির্বাচনে, বিজেপি একাই ৩০৩টি আসন জিতেছিল। মোট ৫৪৫টি আসনের মধ্যে এনডিএ-র দখলে ছিল ৫৫৩টি। দক্ষিণের রাজ্যগুলিতে বিজেপি কর্ণাটকে ২৫টি এবং তেলেঙ্গানায় চারটি আসন জিতেছে। তবে কেরালা, তামিলনাড়ু এবং অন্ধ্র প্রদেশে বিজেপি শূন্য।