বাংলাহান্ট ডেস্ক : ভারতের পড়শী রাষ্ট্র পাকিস্তান যত দিন যাচ্ছে ততই যেন অধঃপতনের দিকে অগ্রসর হচ্ছে। পাকিস্তানের অর্থনৈতিক থেকে রাজনৈতিক পরিস্থিতি এখন টালমাটাল। অধিকাংশ জায়গায় থাকছে না বিদ্যুৎ। সামান্য খাবারের জন্য চারদিকে হাহাকার। তার সাথে রয়েছে সন্ত্রাসবাদি কার্যকলাপ।
বিভিন্ন দেশ থেকে রীতিমতো ভিক্ষা চেয়ে দিন কাটছে পাকিস্তানের। এই আবহে পাকিস্তানে নির্বাচন হলেও এখনও ঠিক হয়নি কারা আগামী দিনে এই দেশ পরিচালনার দায়িত্ব পাচ্ছে। তবে এরমধ্যেই পাকিস্তানে দেখা মিলল এক অদ্ভুত কাণ্ডের। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই এখন চারদিকে হাসির রোল।
আরোও পড়ুন : বড়সড় বদল আনল WBCHSE! এবার সোনায় সোহাগা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের
নির্বাচনে জয়লাভ করার পর জয়ী রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরা আনন্দে মেতে ওঠেন। বিশ্বের যে কোনও দেশে এই চিত্রটা খুবই স্বাভাবিক। তবে সম্প্রতি পাকিস্তানে নির্বাচনে জয়লাভ করার পর একটি রাজনৈতিক দলের সমর্থকদের উল্লাসের ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরা বেলুনের বদলে কন্ডোম উড়িয়ে জয় সেলিব্রেট করছেন।
আরোও পড়ুন : ফ্রিতে রেশন নিলেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা! গ্রাহকদের জন্য অভিনব উদ্যোগ সরকারের
এই ভিডিও এখন বেশ ভাইরাল সমাজ মাধ্যমে। বহু মানুষ এই ভিডিও দেখে হাসতে হাসতে মরে যাচ্ছেন। বিভিন্ন ধরনের মজাদার মন্তব্যে ভরে উঠেছে কমেন্ট বক্স। অনেকেই মজা করে বলছেন, ‘এরই নাম পাকিস্তান!’ আবার কেউ কেউ বলেছেন, ‘পাকিস্তান আছে পাকিস্তানেই।’ শুধু সমাজ মাধ্যম নয়, এই ভিডিওটি দেখানো হয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যমেও।
Only in Pakistan.
Contraceptive condom being used as balloons by a winning candidate of @MediaCellPPP of @BBhuttoZardari #PakistanElection #PakistanElections #PakistanElections2024— Moe Nadeem (@Moe_Nadeem) February 10, 2024
কোন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরা এই কান্ড ঘটিয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি। যদিও সে দেশের সংবাদমাধ্যমগুলি এই ভিডিও প্রকাশ করে বলেছে, ‘আমেরিকার তরফ থেকে হয়ত জন্ম নিয়ন্ত্রণের জন্য এগুলি দেওয়া হয়েছিল। কিন্তু এরা এসব জিনিস নিয়ে কী করে দেখুন!’