বউয়ের প্রেমে হাবুডুবু! ২৫ বছর পরেও ‘একা বিছানায় শুতে অসুবিধে হয়…’, চৈতালিকে নিয়ে অকপট রূপঙ্কর

বাংলাহান্ট ডেস্ক: একসাথে কাটিয়ে ফেলেছেন দু যুগের বেশি সময়। তবুও স্ত্রীর সঙ্গে প্রেম বেড়েছে বই কমেনি। বছর খানেক আগে একটি জনপ্রিয় শোয়ের মঞ্চে অবশ্য তার কিছুটা আভাস পাওয়া গিয়েছিল। কথা হচ্ছে, গায়ক রূপঙ্কর ব্যানার্জ্জী ও তার স্ত্রী চৈতালি লাহিড়ীকে নিয়ে। বউকে কতটা মিস করেন ‘ও আমার বৌদিমণির কাগজওয়ালা’-র গায়ক, সেকথা অবশ্য নিজে মুখেই স্বীকার করে নিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জনপ্রিয় গায়ক রূপঙ্কর স্বয়ং জানিয়েছেন, ‘বউই তাঁর প্রেমিকা’ অথবা ঘুরিয়ে বললে ‘প্রেমিকাই তাঁর বউ’। শুধু তাই নয়, স্ত্রীকে ছাড়া একদিনও থাকতে পারেন না বলেই উল্লেখ করেন তিনি। রূপঙ্কর-চৈতালীর দাম্পত্যের বয়স হল ২৫ বছর। ১৯৯৯ সালে বিবাহবান্ধনে আবদ্ধ হন। তারপর থেকে সুখের সংসার। তাদের এক কন্যাও আছে।

আরোও পড়ুন : নতুন ভাবে সেজে উঠছে কলকাতা স্টেশন! নবরূপ দেখলে এক্কেবারে অবাক হয়ে যাবেন আপনি

বহু কঠিন সময়ে স্বামীকে শক্ত হাতে সামলেছিলেন চৈতালি। পরিবারের সকলকে আগলেও রেখেছিলেন।রূপঙ্করের কথায়, ‘আমার মেয়ে এসব শুনলে হাসে। তবে আমি খুব মিস করি চৈতালিকে। একটা দিন শো-এর জন্য বাইরে গেলাম, বা ও অফিসের কাজে বাইরে গেল, আমি ওকে খুব মিস করি। একা বিছানায় শুয়ে থাকতে পারি না, কেমন জানি অসুবিধে হয়। হতে পারে এট অভ্যেসের কারণে।’

আরোও পড়ুন : শ্রবণশক্তিহীন ‘বোবা’ ঈশিতা এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী! হার না মানা লড়াই চোখে জল এনে দেবে

পাশাপাশি গায়কের আরোও সংযোজন, ‘আসলে আমরা দুজন অনেক গল্প করি।  আমাদের প্রচুর আড্ডা মারার বিষয় রয়েছে। কখনও সিনেমা, কখনও গান। আমার মেয়ে বলে তোমরা কী যে এত কথা বলো।’ এই প্রসঙ্গে আরোও একটা মজার কথা বলা যাক। তিনি অবশ্য, বাবা-দাদুদের দেখে এসেছেন, বউ রেগে গেলে চুপ করে থাকতে। আর সেটাই ফলো করেন তিনিও।

rupankar press

বহু বছর ধরেই সঙ্গীত জগতে অভিনবত্বের পরিচয় রেখেছেন তিনি। জনপ্রিয় গায়ক রূপঙ্কর অবশ্য শ্রোতাদেরকে ইতিমধ্যেই উপহার দিয়েছেন ‘ও আমার বৌদিমণির কাগজওয়ালা’ থেকে শুরু করে ‘প্রিয়তমা’ কিংবা ‘এ তুমি কেমন তুমি’-র মতো একাধিক হিট গান। তবে শুধুমাত্র গায়ক হিসেবে যে তিনি শ্রোতাদের নজর কেড়েছেন তা নয়, তার অভিনয় দক্ষতাও রীতিমতো প্রশংসনীয়।

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর