বাংলাহান্ট ডেস্ক : সাম্প্রতিক অতীতে নোট বন্দি একটি পরিচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি RBI ২০০০ নোট বাতিল করেছে। এর আগে ২০১৬ বাতিল করা হয় ৫০০ ও ১০০০ টাকার নোট। এবার ৫ টাকার কয়েন নিয়ে উঠে আসছে বড় আপডেট। এই ৫ টাকার কয়েন এবার নিষিদ্ধ করল রিজার্ভ ব্যাঙ্ক। RBI সম্প্রতি এমনটাই জানিয়েছে।
আজকাল পুরনো ৫ টাকার মোটা কয়েন খুব একটা দেখা যায়না। আপনার কাছে কি এই ধরনের ৫ টাকার কয়েন আছে? তাহলে আপনার জন্য রয়েছে বড় খবর। এই ব্যাপারে জানতে জলদি পড়ে ফেলুন প্রতিবেদনটি।ভারতের রিজার্ভ ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছে পুরনো পাঁচ টাকার কয়েন আর বাজারে ছাড়া হবে না। অনেকেই রয়েছেন যাদের কয়েন জমানোর শখ রয়েছে।
আরোও পড়ুন : ৫০ দিন কাজ করেই মিলবে ১০০ দিনের টাকা! বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর, কাদের খুলবে কপাল?
তাদের বলে দেওয়া ভালো এই ধরনের পুরনো মোটা ৫ টাকার কয়েন বাজারে নিষিদ্ধ করতে চলেছে আরবিআই। এই ধরনের ৫ টাকার কয়েন তৈরিও করা হবে না রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে। আরবিআই-এর পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে, এই ধরনের কয়েন তৈরি সম্পূর্ণভাবে বন্ধ করা হবে।
আরোও পড়ুন : ২৩ বছর ছিলেন তৃণমূলে! মোট কত টাকার মালিক তাপস রায় ও তার স্ত্রী? অঙ্কটা চমকে দেবে
আট বছর আগে কালো বাজারি রুখতে ৫০০ ও ১০০০ টাকার নোট তুলে নেয় রিজার্ভ ব্যাঙ্ক। এবার অনেকটা সেই পথেই হাঁটল ভারতের শীর্ষ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছে ৫ টাকার কয়েনের সার্কুলেশন বন্ধ রাখার। জানা যাচ্ছে এই ধরনের মোটা পাঁচ টাকার কয়েনে থাকে এক ধরনের ধাতু। দড়ি কাটার এক ধরনের ব্লেড তৈরি হয় এই ধাতু দিয়ে।
অবৈধভাবে এই ধরনের পাঁচ টাকার কয়েন পাচার করে দেদার দড়ি কাটার ব্লেড তৈরি করা হচ্ছে। এই ধরনের কয়েন পাচার করা হচ্ছে নেপাল ও বাংলাদেশে। চমকে যাওয়ার মত কথা হল এই পাঁচ টাকার কয়েন থেকে বারো টাকা মূল্যের ব্লেড তৈরি করা হচ্ছে। তাই অবৈধ কাজ রুখতে রিজার্ভ ব্যাঙ্ক এমন সিদ্ধান্ত নিল।