মা দুর্গা পূজিত হন মা চামুণ্ডা রূপে, কী এই সন্ধিপুজো? ঠিক কোন সময়েই বা করতে হয়?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : পুজোর (Durga Puja 2025) দিনগুলির আনুষ্ঠানিক সূচনা হয়ে গিয়েছে। আজ চতুর্থী, অনেক পুজো মণ্ডপে ভিড় জমতে শুরু করে দিয়েছে। পুজো যাতে নিয়ম নিষ্ঠাভরে সম্পন্ন করা হয় সেই চেষ্টাই করে থাকেন সমস্ত পুজো (Durga Puja 2025) কমিটি। আর দুর্গাপুজোর অন্যতম বিশেষ অংশ হল সন্ধিপুজো।

দুর্গাপুজোর (Durga Puja 2025) অন্যতম আকর্ষণ সন্ধিপুজো

সন্ধিপুজো দুর্গাপুজোর অন্যতম শ্রেষ্ঠ আচার বলে মানা হয়। অষ্টমীর শেষ এবং  নবমীর প্রথম প্রহরের মধ্যে ৪৮ ঘন্টা সময়ে সন্ধিপুজো (Durga Puja 2025) হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই সময়ে আবির্ভাব ঘটে স্বয়ং মা চামুণ্ডার।

Timing of sandhi Puja durga puja 2025

সন্ধিপুজোর মাহাত্ম্য কী: সন্ধিপুজোয় মা দুর্গাকে (Durga Puja 2025) পুজো করা হয় মা চামুণ্ডা রূপে। শাস্ত্র বলছে, সন্ধিপুজো যদি ঠিকমতো সম্পন্ন করা হয়, তবে অর্ধেক দুর্গাপুজোই সার্থক হয় বলে মানুষের বিশ্বাস। মনে করা হয়, সন্ধিপুজো চলাকালীন মা চণ্ডির ধান, আরতি এবং বীজমন্ত্র উচ্চারণ শুভ বলে মানা হয়।

আরও পড়ুন : সাড়ে তিনবছরের অপেক্ষা শেষ! নিয়োগ দুর্নীতির সব মামলায় জামিন পার্থের, বিরাট রায় দিল হাইকোর্ট

কোন সময়ে পড়েছে এবার: বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৫ টা ৪৩ থেকে সন্ধ্যা ৬ টা ৭ পর্যন্ত রয়েছে সন্ধিপুজোর সময়। সন্ধ্যা ৬ টা ৩১ এ হবে বলিদান।

আরও পড়ুন : প্রাক্তন ক্যাটরিনার মা হওয়ার খবরে বিষ্ফোরক প্রতিক্রিয়া! ভাইরাল সলমনের পোস্ট?

অন্যদিকে গুপ্তপ্রেস পঞ্জিকা বলছে দুপুর ১ টা ৪৪ এ হবে সন্ধি পুজোর বলিদান। দুপুর ২ টো ৮ এর মধ্যে বলিদান সম্পন্ন করতে হবে।