বাংলা হান্ট ডেস্ক: এই রোদ, তো এই বৃষ্টি। আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) অধিকাংশ জেলায় মেঘলা আকাশ। কোথাও তেমন বৃষ্টি না হলেও রাতের দিকে ফের ভিজতে পারে বাংলা। আজ বৃহস্পতিবার কলকাতা-সহ চার জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)।
বৃহস্পতিবার চার জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ পূর্ব মেদিনীপু এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, ওড়িশা এবং অসমে রয়েছে তিনটি ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি ১০ মার্চ নতুন করে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। আগামীকাল রাজ্যের অধিকাংশ জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া। কোথাও কোথাও আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। তবে বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন: খুনের মামলায় অভিযুক্ত শাহজাহানের বিরুদ্ধে হলফনামা দিতে সময় চাইল রাজ্য, বিরাট সিদ্ধান্ত হাই কোর্টের
ওদিকে রবিবার থেকেই বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শুরুতেই বেশ কিছুটা তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী ৪ দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ পাশাপাশি উত্তরবঙ্গেও রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
আরও পড়ুন: ‘প্রচুর টাকার আর্থিক ক্ষতি হয়ে গিয়েছে…’, সকলের সামনেই আক্ষেপ অভিজিৎগঙ্গোপাধ্যায়ের
উত্তরবঙ্গের আবহাওয়া: শুক্রবারও দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবেই দার্জিলিংয়েও হবে বৃষ্টি। এছাড়া উত্তরের কোনও জেলাতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া।