জলমগ্ন উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর কনভয় থামিয়ে ‘নালিশ চিঠি’ ধরিয়ে ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা, কি লেখা চিঠিতে?

Published on:

Published on:

Residents Banarhat have written a complaint letter to Mamata Banerjee

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরবঙ্গে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়েও নতুন বিপাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার সরাসরি মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে এসে ক্ষোভ উগরে দিলেন বানারহাটের গয়েরকাটা এলাকার জ্যোতির্ময় কলোনির বাসিন্দারা। অভিযোগ, সেচ দপ্তরের আধিকারিকের মিথ্যে প্রতিশ্রুতি ও দীর্ঘদিনের অবহেলায় জলমগ্ন হয়ে পড়েছে তাদের জীবন। তাই মুখ্যমন্ত্রী আসতেই হাতে সরাসরি ‘নালিশ চিঠি’ তুলে দিলেন তাঁরা।

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কনভয়ের সামনে গ্রামবাসীর ‘নালিশ’

সোমবার দুপুরে বাগডোগরায় নামার পর বিপর্যস্ত অঞ্চল ঘুরে দেখছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুলিশি নিরাপত্তায় ঘেরা কনভয় জ্যোতির্ময় কলোনি পেরোনোর সময় ক্ষুব্ধ গ্রামবাসীদের সামনে পড়ে। মুখ্যমন্ত্রীর আগমনসংবাদ পেয়ে আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। মুখ্যমন্ত্রীর গাড়ি আসতেই কেউ হাত নেড়ে থামার অনুরোধ করছেন, কেউ আবার গাড়ির গতি কমতেই দৌড়ে গিয়ে চিঠি ধরিয়ে দিচ্ছেন নিরাপত্তারক্ষীদের হাতে। চিঠিতে অভিযোগ, বানারহাট সেচ দপ্তরের এসডিওর বিরুদ্ধে বিশ্বাস হারিয়েছেন তাঁরা। প্রশাসনিক প্রতিশ্রুতি বারবার এলেও কাজের বালাই নেই বলেই দাবি বাসিন্দাদের।

প্রতি বর্ষাতেই আংরাভাসা নদীর জল ফুলে ফেঁপে উঠে তলিয়ে যায় জ্যোতির্ময় কলোনির ঘরবাড়ি। হাঁটু জলে কাটে দিন। বহুবার সেচ দপ্তরের দোরগোড়ায় ধর্না দিয়েও মেলেনি সুরাহা। বাসিন্দাদের দাবি, নদীর উপর বোল্ডার দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি নিয়ে বারবার আবেদন জানিয়েছিলেন তাঁরা। আধিকারিকরা পরিদর্শনে এসে আশ্বাস দিয়েছিলেন এক মাসের মধ্যেই কাজ শুরু হবে। কিন্তু মাস কেটে গেলেও কোনও কাজ শুরু হয়নি বলে অভিযোগ। তার জন্যই এবার সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিল ক্ষুব্ধ গ্রামবাসীরা।

চিঠিতে শুধু অভিযোগ নয়, তার সঙ্গে প্রতিশ্রুতির কপিও যুক্ত করেছেন তাঁরা। জানা গিয়েছে, সেচ দপ্তরের পক্ষ থেকে দেওয়া লিখিত প্রতিশ্রুতির ‘রিসিভ কপি’ও জুড়ে দিয়েছেন ওই বাসিন্দারা। তাঁদের বক্তব্য, “আমরা আর বিশ্বাস করি না ওই আধিকারিককে। এখন আমাদের মুখ্যমন্ত্রীই একমাত্র ভরসা।” জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে চিঠি গ্রহণ করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত রাজ্য প্রশাসনের তরফে কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।

Residents Banarhat have written a complaint letter to Mamata Banerjee

আরও পড়ুনঃ সাংসদের উপর হামলা নিয়ে উত্তপ্ত মহল, এর মধ্যে শাহের উত্তরবঙ্গ সফর নিয়ে বাড়ছে জল্পনা

বানারহাটে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সামনে এমন দৃশ্য নজিরবিহীন বলেই মনে করছেন স্থানীয়রা। গ্রামবাসীদের ‘নালিশ চিঠি’ পেয়ে এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী নির্দেশ দেন প্রশাসনকে, এবং কতটা দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এখন সেই দিকেই তাকিয়ে বানারহাটের গয়েরকাটা এলাকার জ্যোতির্ময় কলোনির বাসিন্দারা।