কার্নিভাল না ক্যানিবাল!” উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ অধীর রঞ্জন চৌধুরীর

Published on:

Published on:

Adhir Ranjan Chowdhury slams Mamata Banerjee over North Bengal flood crisis

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরবঙ্গে একের পর এক মৃত্যু, ধস, বন্যা, ক্ষয়ক্ষতির মাঝেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতার দুর্গাপুজো কার্নিভাল উদযাপনকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে ক্ষোভ উগরে দেন তিনি। তিনি অভিযোগ করে বলেন, “উত্তরবঙ্গ এখন কার্যত বিপর্যস্ত। রাস্তাঘাট ভেঙে পড়েছে, মানুষ আশ্রয়হীন। কিন্তু মুখ্যমন্ত্রী কলকাতার রাস্তায় কার্নিভালে নাচছেন! এটা কার্নিভাল না ক্যানিবাল, আমি জানি না।”

“পশ্চিমবঙ্গের মানুষ মরছে, মুখ্যমন্ত্রী নাচছেন!” অভিযোগ অধীরের (Adhir Ranjan Chowdhury)

অধীরের (Adhir Ranjan Chowdhury) অভিযোগ, “সারা পশ্চিমবঙ্গ আজ জলের তলায়। উত্তর থেকে দক্ষিণ, বিপর্যয়ের পর বিপর্যয় চলছে। এমন অবস্থায় মুখ্যমন্ত্রী কার্নিভাল পালন করছেন! এই বাংলার মানুষ মরছে, তাঁদের মৃত্যু মিছিল চলছে। কিন্তু মুখ্যমন্ত্রীর হৃদয়ে কোনও সহানুভূতি নেই। আপনি একজন নির্লজ্জ মুখ্যমন্ত্রী, পাষাণ মুখ্যমন্ত্রী!”

তিনি আরও বলেন যে, “পশ্চিমবঙ্গে এমন বৃষ্টি হয়েছে যে আপনাকেই রাজ্যজুড়ে ছুটি ঘোষণা করতে হয়েছে। কিন্তু এই ভয়াবহ পরিস্থিতিতেও আপনি আনন্দে মেতেছেন। এটা কীভাবে সম্ভব? এটা কার্নিভাল না ক্যানিবাল?”

সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) বলেন, “কয়েকদিন আগেই কলকাতায় বৃষ্টি হওয়ায় সারা পশ্চিমবঙ্গে ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। যেখানে জল জমার বড় কারণ আপনার সরকারের অপদার্থতা। ড্রেন পরিষ্কার হয় না, খাল গুলো বোজানো, সম্পূর্ণ মিস ম্যানেজমেন্ট। কিন্তু আজ উত্তরবঙ্গে মানুষ জলের তলায়, কেউ ছুটি পেল না, কেউ সাহায্য পেল না। তাহলে উত্তরবঙ্গের মানুষ কি পশ্চিমবঙ্গের মানুষ নয়?”

অধীর (Adhir Ranjan Chowdhury) কটাক্ষ করে আরও বলেন, “আপনার সরকার এখন শুধুই উৎসব ও প্রদর্শনীর সরকার। প্রশাসনিক ব্যর্থতা ঢাকতে আপনি নাচ-গান দিয়ে মানুষকে খুশি রাখার চেষ্টা করছেন। কিন্তু প্রকৃত বাস্তবতা হল রাজ্যের এক বিশাল অংশ আজ ভয়াবহ বিপর্যয়ে।”

Adhir Ranjan Chowdhury slams Mamata Banerjee over North Bengal flood crisis

আরও পড়ুনঃ জলমগ্ন উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর কনভয় থামিয়ে ‘নালিশ চিঠি’ ধরিয়ে ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা, কি লেখা চিঠিতে?

অধীর রঞ্জনের (Adhir Ranjan Chowdhury) এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে বিরোধীদের এই ক্ষোভ যে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দেবে, তা নিয়ে নিশ্চিত পর্যবেক্ষকরা।