বাংলা হান্ট ডেস্ক : রাজ্য জুড়ে বসন্তের আনাগোনা। মনোরম আবহাওয়া (Weather) চারিদিকে। তবে হাওয়া অফিস বলছে, এই আবহাওয়ার গতিবিধি বদলাতে খুব বেশি সময় লাগবেনা। একদিকে যেমন তাপমাত্রা বৃদ্ধি পাবে অন্যদিকে রয়েছে বৃষ্টির পূর্বাভাসও (Rain Alert)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে গতকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলায়।
আলিপুর আবহওয়া দপ্তর জানিয়েছে যে, চার জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে। গত বুধবার থেকেই শুরু হয়েছে সেই ঝড়বৃষ্টির তাণ্ডব। দুর্যোগের প্রভাব পড়েছে বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকাতে। হাওয়া অফিসের (Indian Meteorological Department) পূর্বাভাস অনুযায়ী বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে থাকে ওপরের চার জেলায়।
এইদিন দীঘা এবং নিকটবর্তী উপকূল সংলগ্ন এলাকাতেও দুর্যোগের প্রভাব ছিল অনেকটাই। মাত্র কয়েক মিনিটের মধ্যেই ঝড়বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যায় পুরো এলাকা। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দুর্যোগ এখানেই শেষ নয়। আজ থেকে ফের এক দফায় শুরু হবে ঝড় বৃষ্টি। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস।
আরও পড়ুন : হাতের নাগালে উত্তরবঙ্গ, নয়া ট্রেন শিয়ালদা থেকে! বিরাট ঘোষণা ভারতীয় রেলের
দক্ষিণবঙ্গের আবহাওয়া : হাওয়া অফিসের পূর্বাভাস, আজ কলকাতা সহ হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলায় হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিতে ভিজবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। দুই মেদিনীপুরে বৃষ্টি অব্যাহত থাকবে আগামী ১৫ মার্চ অর্থাৎ শুক্রবারও।
এই দুই জেলা ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই সেদিন আবহাওয়া শুষ্ক থাকবে। তবে আগামী শনিবার ফের একবার বৃষ্টিতে ভিজবে গোটা দক্ষিণবঙ্গ। ঐদিন দক্ষিণের সব জেলাতেই থাকবে হলুদ সতর্কবার্তা। একইরকমভাবে বৃষ্টি জারি থাকবে আগামী ১৭ মার্চও। হালকা এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দক্ষিণের জেলাগুলিতে।
আরও পড়ুন : ১০ দিনেই ‘ইউ টার্ন’! আসানসোলে বিহারি টক্কর? নাম প্রত্যাহার করে ফের ভোটে লড়ছেন পবন সিং
উত্তরবঙ্গের আবহাওয়া : আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন বলছে, আপাতত আগামী ৫ দিন শুষ্ক থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া। একই সাথে দিনের বেলা ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রাও বৃদ্ধি পেতে পারে। যদিও রাতের তাপমাত্রায় কোনও বদল আসবেনা বলেই খবর।