বাংলা হান্ট ডেস্ক : গতকাল থেকেই ভোল বদলাতে শুরু করেছে আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার সকাল থেকেই মুখ ভার করেছিল বাংলার আকাশ। যদিও বেলা বাড়ার সাথে সাথেই রোদের দেখা মিলেছে। সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে গরমও। তবে হাওয়া অফিসের পূর্বাভাস, সূর্য ঢলে যাওয়ার সাথে সাথে দক্ষিণবঙ্গের (South Bengal) ছটি জেলায় বজ্রপাত-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার তাণ্ডব চলবে।
ভারতীয় মৌসম ভবনের (India Meteorological Department) রিপোর্ট অনুযায়ী, রাজ্যে হু হু করে জলীয় বাষ্প ঢুকছে। মূলত বঙ্গোপসাগর থেকে আসছে এই জলীয় বাষ্প। যার জেরে আগামী কয়েকদিনের জন্য বৃষ্টির মধ্যে কাটাতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের।
হাওয়া অফিসের খবর, বৃহস্পতিবার ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তাপমাত্রার খুব একটা হেরফের না হলেও উপকূল ও পশ্চিমের জেলাগুলি-সহ প্রায় ১১ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর শনিবার, রবিবার এবং মঙ্গলবার ফের বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন : মমতাকে মা সারদার সঙ্গে তুলনা সুজাতার! ‘ও অপ্রকৃতিস্থ’, পাল্টা কটাক্ষ সৌমিত্র খাঁয়ের
কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একই সাথে হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও নদিয়াও ভিজবে বৃষ্টিতে। যদিও বৃষ্টির জোর খুব বেশি থাকবেনা বলেই খবর।
আরও পড়ুন : ভোটের মুখে বিরাট খবর, বদলে গেল ঔরঙ্গজেবের স্মৃতি বিজাড়িত আহমেদনগরের নাম, বড় পদক্ষেপ শিন্ডের
তবে আগামীকাল অর্থাৎ শুক্রবার ফের একবার বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর। বৃষ্টিপাতের সাথে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে IMD। তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে শনিবার। কমবেশি সমগ্র দক্ষিণবঙ্গেই বজ্রপাতের পাশাপাশি দমকা হাওয়া বইবে। ইতিমধ্যেই অরেঞ্জ অ্যালার্টও জারি করেছে IMD।