IIT, IIM ছেড়ে এবার TATA’র নজরে বাংলার ডিগ্রী কলেজ! ৩২ জন পড়ুয়া পেলেন প্রচুর মাইনের চাকরি

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার খবরের শিরোনামে টাটা গোষ্ঠী। সাধারণ কলেজের বেশ কিছু পড়ুয়াকে মোটা বেতনের চাকরি প্রদান করল টাটা। চাকরি প্রাপকদের মধ্যে বেশ কয়েকজন বাংলার। খুব সাধারন ডিগ্রি থাকা সত্ত্বেও টাটায় মোটা বেতনের চাকরি পেয়ে স্বাভাবিকভাবেই খুশি এনারা। খলিসানী মহাবিদ্যালয় আছে ন্যাক বা National Assessment and Accreditation Council-এর তালিকায়। 

হুগলির চন্দননগর বৌবাজার এলাকায় এই মহাবিদ্যালয় অবস্থিত। বি প্লাস-প্লাস ক্যাটাগরির কলেজ এটি। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় বছরের একাধিক সময়ে আয়োজন করে প্লেসমেন্ট শিবিরের। এবারও ব্যতিক্রম হয়নি তার। বর্তমান সময়ে ভালো চাকরি পাওয়া মোটেও মুখের কথা নয়। অনেক সময় ভালো ডিগ্রি থাকলেও মেলে না ভালো চাকরি।

আরোও পড়ুন : বাইক, চার চাকা বা টোটো … ইলেকট্রিক গাড়ি কিনলেই ৫০ হাজার টাকা ছাড়! ঘোষণা কেন্দ্রের

টাটা গোষ্ঠীর অধীনস্থ টিসিএসে চাকরি করা অনেকেরই স্বপ্ন। তবে এই ধরনের সংস্থায় চাকরির জন্য প্রয়োজন হয় মেরিটের। এই অবস্থায় ভাগ্যের শিকে ছিঁড়ল খলিসানী মহাবিদ্যালয়ের পড়ুয়াদের। TCS সংস্থায় এবার ৩২ জন মতো পড়ুয়া চাকরি করার সুযোগ পেলেন। সাধারণ ডিগ্রি কলেজে পড়াশোনা করার পরেও, টিসিএসের মতো জনপ্রিয় সংস্থায় চাকরি পাওয়া মোটেও সহজ কথা ছিল না। 

tcs recruitment

কলেজের অধ্যক্ষ অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে জানিয়েছেন, “রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা কলেজের সঙ্গে টাটার সংস্থা টিসিএস-এর যোগাযোগ করিয়ে দেয়। গত ১০ মার্চ কলেজে ক্যাম্পাসিং হয়। ৪৫৩ জন নাম নথিভুক্ত করেন। ১০৯ জনকে বেছে নিয়ে তাঁদের পরীক্ষা নেয় টিসিএস। তাদের মধ্যে ৩২ জনকে নির্বাচন করে। আজ সেই চাকরি প্রার্থী পড়ুয়াদের ই-মেল করে জানিয়ে দেওয়া হয় চাকরি হয়ে গিয়েছে।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর