অপেক্ষার প্রহর শেষ! বুলেট ট্রেন চলবে কবে? দিন ঘোষণা করে দিলেন রেলমন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক : ভারতে বুলেট ট্রেনের (Bullet Train) প্রকল্প যে অনেকটাই পিছিয়ে গিয়েছে সে তো জানা কথা। এই প্রকল্পের দেরী হওয়ার পিছনে রয়েছে একগুচ্ছ কারণ। আর তার মধ্যে রয়েছে জমি সংক্রান্ত সমস্যা, আবার কোথাও পরিবেশ গত কারণে ছাড়পত্র পেতে অনেখানি দেরী হয়ে গিয়েছে। নানাবিধ কারণে ভারতীয়দের বুলেট ট্রেনে চাপার স্বপ্ন অধরা থেকে গিয়েছে।

বুলেট ট্রেনের কাজ খুব ধীরগতিতে এগোচ্ছিল। তবে এবার জানা গেল কবে চলবে শখের বুলেট ট্রেন। মোটামুটি অনেকখানি কাজ সম্পূর্ন হয়েছে এবং জন্য যাচ্ছে আগামী 2026 সালের মধ্যেই যাত্রীরা এই ট্রেনে চাপতে পারবেন। আর এই তথ্য জানিয়েছেন দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishno)।

আগামী 2026 সাল থেকে বুলেট ট্রেনের চাকা গড়ালেও তা কিন্তু পুরো অংশে শুরু হয়ে যাবে না। বিষয়টি সম্পর্কে খুলেই জানিয়েছেন রেলমন্ত্রী। অশ্বিনী বৈষ্ণব বলেন, মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেনের 508 কিমি দৈর্ঘ্যের মধ্যে সুরাট থেকে বিলিমোরা পর্যন্ত ট্রেন চালু হয়ে যাবে 2026 সালের মধ্যেই।

আরও পড়ুন : মাথার দাম ছিল ৩৬ লক্ষ! ছত্তিশগড়ে এনকাউন্টারে খতম ৪ নকশাল নেতা

japan bullet train exterior min scaled 1024x682

বাকি অংশে কবে ট্রেন চালু হবে সেই সম্পর্কেও জানিয়েছেন তিনি। জানা যাচ্ছে পুরো অংশে বুলেট ট্রেন ছুটবে আগামী 2028 সাল থেকে। অর্থাৎ মুম্বাই থেকে আহমেদাবাদ পুরো অংশের জন্য বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে। তবে বুলেট ট্রেনে চাপার শখ পূরণ হয়ে যাবে 2026 সালের মধ্যেই।

আরও পড়ুন : ‘ফেসবুক-টুইটার থাকলেই লাল দাগ’! বাংলার স্কুলের প্রধান শিক্ষিকার বার্তা ঘিরে তোলপাড়

উল্লেখ্য যে, এই প্রকল্প শুরু হয়ে গেলে তার বড় প্রভাব আসবে দেশের অর্থনীতির ওপর। বুলেট ট্রেনের রাস্তার দুইধারে বিভিন্ন শহর এবং নগরের জীবনযাত্রায় আসবে আমূল পরিবর্তন। জানিয়ে দিই যে, বুলেট ট্রেন প্রকল্পে সরকারের মোট খরচ হচ্ছে 1.10 লক্ষ কোটি টাকা। বুলেট ট্রেনের প্রযুক্তি সরবরাহ করবে জাপান, সেদেশের শিনকাসেন ট্রেনের ওপর ভিত্তি করে তৈরি হবে ভারতের বুলেট ট্রেন।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর