বাংলা হান্ট ডেস্ক: প্রতিবছর ভারত (India) থেকে সর্বাধিক সংখ্যক নাগরিক বিশ্বের নানা দেশে পাড়ি দিচ্ছেন। শুধু তাই নয়, বছরে ২৫ লক্ষ নাগরিক ভারত থেকে বিদেশে পাড়ি দিচ্ছেন বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন আউটলুক। পাশাপাশি, আরও জানা গিয়েছে, ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভলপমেন্ট কান্ট্রিজে সবচেয়ে বেশি সংখ্যক ভারতীয় নাগরিক পাড়ি দিচ্ছেন। এই সম্পর্কিত সর্বশেষ যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে, ২০২১ এবং ২০২২ সালে ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভলপমেন্ট কান্ট্রিজে সর্বোচ্চ সংখ্যক নাগরিক পাড়ি দিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভলপমেন্ট কান্ট্রিজের অন্তর্গত ৩৮ টি দেশ। সূত্রের খবর, ০.১৩ মিলিয়ন ভারতীয় নাগরিক ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভলপমেন্টের অন্তর্গত দেশগুলিতে পাড়ি দিয়েছেন। সর্বশেষ তথ্যানুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন ৫৬ হাজার ভারতীয় নাগরিক, অস্ট্রেলিয়ায় পাড়ি দিয়েছেন ২৪ হাজার ভারতীয় নাগরিক, কানাডায় পাড়ি দিয়েছেন ২১ হাজার ভারতীয় নাগরিক।
যে ১০ টি দেশে সবচেয়ে বেশি সংখ্যক ভারতীয় নাগরিকরা রয়েছেন সেই ১০ টি দেশের তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরশাহী, মালয়েশিয়া, সৌদি আরব, মায়ানমার, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা এবং সিঙ্গাপুর। সূত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের যে শহরগুলিতে সর্বোচ্চ সংখ্যক ভারতীয় নাগরিক বসবাস করছেন সেই ১০ শহরের মধ্যে অন্যতম হল সিলিকন ভ্যালি, নিউইয়র্ক, শিকাগো, হাউস্টন।
সংযুক্ত আরব আমিরশাহীতে ৩৪ লক্ষ ১৯ হাজার ৮৭৫ জন ভারতীয় নাগরিক রয়েছেন। পাশাপাশি, মালয়েশিয়ায় এই সংখ্যা হল ২২ লক্ষ ৭ হাজার ৯৫০ জন। এদিকে, সৌদি আরবে রয়েছেন ২৫ লক্ষ ৯২ হাজার ১৬৬জন। এছাড়া, মায়ানমারে ভারতীয় নাগরিক রয়েছেন ৯ হাজার ২০৭ জন। সূত্রের খবর, কানাডায় বসবাসকারী ভারতীয় নাগরিকের সংখ্যা ১ লক্ষ ৭৮ হাজার ৪১০ জন। এদিকে, অস্ট্রেলিয়ায় এই সংখ্যা হল ২ লক্ষ ৪১ হাজার জন।
আরও পড়ুন: এবার পাকিস্তানি JF-17 ফাইটার জেটের ইঞ্জিন বানাবে ভারত, ৫,২৫০ কোটির চুক্তি পেল HAL
এদিকে, ব্রিটেনে বসবাসকারী ভারতীয় নাগরিকের সংখ্যা ৩ লক্ষ ৫১ হাজার জন এবং দক্ষিণ আফ্রিকায় ভারতীয়ে্র সংখ্যা ৬০ হাজার জন। এছাড়াও সিঙ্গাপুরে বসবাসকারী ভারতীয়র সংখ্যা ৩ লক্ষ ৫০ হাজার জন।জানিয়ে রাখি যে, প্রতিবছর ভারত থেকে লক্ষ লক্ষ পড়ুয়া বিদেশে পড়তে যান। সূত্রের খবর অনুযায়ী, ২০২০ সালে করোনা সংক্রমণের আগের কয়েক বছরে যতসংখ্যক পড়ুয়া ভারত থেকে বিদেশে থেকে পড়তে গিয়েছেন সেই সংখ্যা পরবর্তী বছরগুলিতে বেড়েছে।
আরও পড়ুন: মাত্র ৩ বছরে আয় ১,২৩০ কোটি! ক্যান্সেলড টিকিটেই মালামাল হল রেল, RTI-তে উঠে এল বড় তথ্য
ভারত থেকে ২০১৮ সালে ৫ লক্ষ ছাত্রছাত্রী বিদেশে পড়তে গিয়েছেন। ২০১৯ সালে ভারত থেকে বিদেশে পড়তে গিয়েছেন ৫.৮৬ লক্ষ পড়ুয়া। এরপর ২০২২ সালে ভারত থেকে বিদেশে পড়তে গিয়েছেন ৭.৫ লক্ষ পড়ুয়া। সর্বশেষ তথ্যানুসারে, ২০২১ সালের পরবর্তী সময় থেকে ভারত থেকে বিদেশে পড়তে যাওয়া পড়ুয়ার সংখ্যা ৭০ শতাংশ বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডায় সবচেয়ে বেশি সংখ্যক ভারতীয় পড়ুয়া পড়তে গিয়েছেন বলেও জানা গিয়েছে।