বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দেশের রাজধানী দিল্লিতে (Delhi) আচমকাই একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। মূলত, লালকেল্লার কাছে এই ঘটনাটি ঘটে। যেখানে একটি পার্ক করা গাড়িতে আচমকাই বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের পরপরই গাড়িটিতে আগুন ধরে যায়। এদিকে, ওই গাড়ির কাছাকাছি পার্ক করা আরও ২ থেকে ৪ টি গাড়িকেও আগুন গ্রাস করে। ইতিমধ্যেই পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে।
ভয়াবহ বিস্ফোরণ দিল্লিতে (Delhi):
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ঘটনাটি লালকেল্লা মেট্রো স্টেশনের (Delhi) ১ নম্বর গেটের কাছে ঘটেছে। ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন পৌঁছেছে। সন্ধ্যের সময়ে ওই এলাকায় অত্যাধিক ভিড় থাকে। তবে, গাড়িতে CNG লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে নাকি অন্য কোনও কারণে তা এখনও স্পষ্ট নয়। আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং সকল দিক খতিয়ে দেখছেন।
A call was received regarding an explosion in a car near Gate No. 1 of the Red Fort Metro Station, after which three to four vehicles also caught fire and sustained damage: Delhi Fire Department.
— ANI (@ANI) November 10, 2025
কী জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা: এই ভয়াবহ বিস্ফোরণের প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী (Delhi) জানিয়েছেন বিষয়টি এতটাই জোরালো ছিল যে আশেপাশের বাড়িঘর পর্যন্ত কেঁপে যায়। এমনকি, দোকানের কাঁচ ভেঙে গিয়েছে বলেও জানান তিনি। স্বাভাবিকভাবেই সেখানে উপস্থিত প্রত্যেকে আতঙ্কিত হয়ে পড়েন। কিছু বুঝে ওঠার আগেই যে গাড়িটিতে বিস্ফোরণ ঘটে সেটি আগুনের গোলায় পরিণত হয়।
আরও পড়ুন: IPL ২০২৬-এর আগে বড় পরিবর্তন! এই ৫ তারকা খেলোয়াড়কে ছেড়ে দিতে পারে KKR
উল্লেখ্য যে, যেহেতু এই ঘটনাটি জনবহুল এলাকায় ঘটেছে সেই কারণে বাড়ছে মৃত্যুর আশঙ্কাও। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, এই ঘটনায় আপাতত মৃত্যু হয়েছে ৯ জনের। তবে, এই সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যেই আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে একাধিকজনকে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, তাঁদের দিল্লির লোকনায়ক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: “অজুহাত ত্যাগ করে জয়ের দিকে মনোযোগ”, T20 বিশ্বকাপের আগে খেলোয়াড়দের সতর্ক করলেন গম্ভীর
এদিকে, লালকেল্লা এবং তার আশপাশের এলাকা এমনিতেই উচ্চ নিরাপত্তা বলয়ের মধ্যে থাকার কারণে, এহেন বিস্ফোরণ গোয়েন্দা সংস্থাগুলিরও তৎপরতা বাড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, এই ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং ফরেনসিক দলও ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে।












