‘তোমার বুকগুলো তো…’, সর্বসমক্ষে শালীনতার মাত্রা ছাড়ান মীর, বিষ্ফোরক অভিযোগ স্বরলিপির

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বিনোদন দুনিয়ায় প্রায়ই অশালীন অভিজ্ঞতার শিকার হওয়ার অভিযোগ করে থাকেন অভিনেতা অভিনেত্রীরা। সহকর্মীদের বিরুদ্ধেও সরব হতে দেখা গিয়েছে অনেকজনকে। সম্প্রতি এমনই একটি বিষয়ের কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী স্বরলিপি চট্টোপাধ্যায় (Swaralipi Chatterjee)। এখন অবশ্য আর অভিনয়ের সঙ্গে যুক্ত নন তিনি। কিন্তু বিভিন্ন সিরিয়াল, শোয়ের জন্য তাঁকে মনে রেখেছেন অনেক ভক্তই।

স্বরলিপির (Swaralipi Chatterjee) সাক্ষাৎকার নিয়ে তোলপাড় নেটদুনিয়া

এই মুহূর্তে স্বরলিপির (Swaralipi Chatterjee) একটি সাক্ষাৎকার রীতিমতো ভাইরাল নেট মাধ্যমে। সেখানে মীর আফসার আলিকে নিয়ে মুখ খুলেছেন তিনি। ‘হাউ মাউ খাউ’ শোতে কাজ করার সময় এক অপ্রীতিকর পরিস্থিতির শিকার হয়েছিলেন স্বরলিপি (Swaralipi Chatterjee)। মীরের বিরুদ্ধে সকলের সামনেই আপত্তিকর মন্তব্য করার বিষ্ফোরক অভিযোগ এনেছেন তিনি।

Swaralipi chatterjee opened up about mir harassing comment

মীরের বিরুদ্ধে অভিযোগ স্বরলিপির: ২০০৫ সালে ‘হাউ মাউ খাউ’ রিয়েলিটি শোতে মীরের সঙ্গে সঞ্চালনা করতেন স্বরলিপি (Swaralipi Chatterjee)। সাম্প্রতিক সাক্ষাৎকারে অতীত স্মৃতি হাতড়িয়ে তিনি বলেন, মীর বলেছিলেন ‘স্বরলিপি তোমার বুকগুলো ফলস। ওই দুটো দিয়ে দাও, আমি লাগাই’। অভিনেত্রী বলেন, মীরের মন্তব্য শুনে সকলেই তাঁর দিকে তাকাচ্ছিলেন। খুবই অপমানিত বোধ হয়েছিল তাঁর। সঙ্গে এও মনে হয়েছিল, একটা শালীনতার মাত্রা থাকা দরকার। দিনের শেষে তিনি তো একজন মেয়ে। সবকিছু নিয়ে এমনভাবে আলোচনা করা যায় না।

আরও পড়ুন : দিল্লিতে বিস্ফোরণের পরে বঙ্গজুড়ে জারি রেড অ্যালার্ট! তারই মাঝে বীরভূম থেকে উদ্ধার ২০,০০০ জিলেটিন স্টিক

সমালোচনার মুখে মীর: স্বরলিপি (Swaralipi Chatterjee) বলেন, তাঁর আত্মসম্মানে খুব আঘাত লেগেছিল। তাই তিনি সোজাসুজি বলে দিয়েছিলেন, শোটি করবেন না। স্বরলিপির (Swaralipi Chatterjee) এই সাক্ষাৎকার ভাইরাল হতেই মীরের বিরুদ্ধে সরব হয়েছেন অনেকে। মীর শালীনতার মাত্রা বোঝেন না বলেও কটাক্ষ করেছেন অনেকে।

আরও পড়ুন : দিল্লিতে ঘটা বিস্ফোরণকে জঙ্গি হামলার তকমা দিল কেন্দ্র! বিবৃতি জারি করে কী জানানো হল?

প্রসঙ্গত, একসময় অভিনয় জগতের অতি পরিচিত মুখ ছিলেন স্বরলিপি। ‘অগ্নিপরীক্ষা’র মতো ধারাবাহিকে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল দর্শক মহলে। যদিও এখন অভিনয় থেকে দূরেই রয়েছেন স্বরলিপি। নিজস্ব ব্যবসা শুরু করেছেন তিনি। ছোট মেয়েকে নিয়েই তাঁর জীবন।