বাংলা হান্ট ডেস্ক : চলতি মরশুমের শুরুর থেকেই দূর্দান্ত ফর্মে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। পরপর দুটি ম্যাচ জিতে পয়েন্ট কুড়িয়েছে ভালোই। আর এখন প্রস্তুতি তৃতীয় ম্যাচের। আজ, বুধবার বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে নামতে চলেছে KKR। নাইটদের লক্ষ্য এখন ‘জয়ের হ্যাট্রিক’।
IPL ২০২৪ এর শুরুর থেকেই দূর্দান্ত পারফর্ম করছে কলকাতা। আক্রমণাত্মক ব্যাটিং লাইন থেকে শুরু করে দূর্ধর্ষ বোলিং, ফিল্ডিং, সবেতেই মাত দিচ্ছে বিরোধীদের। বুধবারের ম্যাচেও প্রতিপক্ষ দিল্লিকে ধুলোয় মিশিয়ে দিতে কোনও কসরতই বাকি রাখতে চাইছেনা গৌতম গম্ভীর। এমন আবহে প্রথম একাদশে ঠিক কী চমক রাখতে চলেছেন গোতিভাই? একবার দেখে নেওয়া যাক KKR-র সম্ভাব্য প্রথম একাদশ।
ফিল সল্ট – প্রথম দুই ম্যাচে দূর্ধর্ষ পারফরম্যান্সের পর তৃতীয় ম্যাচেও ফিল সল্টকে দিয়েই ওপেনিং করাতে চাইছে কলকাতা। খুব সম্ভবত তিনিই ওপেনার হিসেবে ব্যাট করতে নামবেন।
সুনীল নারীন – তিনি যে একজন বিধ্বংসী ব্যাটসম্যান সেকথা বলাই বাহুল্য। পাশাপাশি দূর্দান্ত বল-ও করেন সুনীল। দিল্লির বিরুদ্ধে তার পূর্ণ ব্যবহার করতে চাইছে ম্যানেজমেন্ট।
আরও পড়ুন : চেন্নাইয়ের শিরে সংক্রান্তি, ম্যাচ ছেড়ে বাংলাদেশ ছুটলেন মুস্তাফিজুর, অথৈ জলে CSK
ভেঙ্কটেশ আইয়ার – যদিও তার ফিটনেস কিছুটা ভাবাচ্ছে নির্বাচকদের। তবে দিল্লির তার উপর পূর্ণ আস্থা রাখছে দল।
শ্রেয়স আইয়ার – কলকাতা ক্যাপ্টেন মাঝে কিছুটা মুষড়ে পড়লেও বেঙ্গালুরুর বিরুদ্ধে ভালোই খেলেছেন। আপাতত তার থেকে একটা দূর্ধর্ষ ইনিংস উপহার চাইছে ম্যানেজমেন্ট।
নীতীশ রানা – আঙুলে চোট লাগার কারণে গত ম্যাচে মাঠের বাইরে ছিলেন নীতীশ। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ। চিকিৎসকদের থেকে গ্রীন সিগন্যাল আসতেই তাকে পাঁচ নম্বরে নামানোর কথা ভাবছে কেকেআর।
রিঙ্কু সিং – কলকাতার নয়া স্টার প্লেয়ার রিঙ্কু সিং। তার থেকে ব্যাপক আশা দলের। দিল্লির বিরুদ্ধে তিনি খেলবেন ছয় নম্বরে।
রমনদীপ সিং – এখনও পর্যন্ত কোনও বড় ইনিংস বার করতে না পারলেও দিল্লির বিরুদ্ধে তার উপর আস্থা রাখছে কেকেআর কর্তৃপক্ষ। সপ্তম নম্বরে খেলতে নামবেন তিনি।
আন্দ্রে রাসেল – অল রাউন্ডার আন্দ্রে রাসেল শুরু থেকেই ভালো খেলছেন। বোলিং, ফিল্ডিং-র পাশাপাশি তার ব্যাটিং-র হাতও বেশ ভালো।
আরও পড়ুন : ২৫ বছরে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প তাইওয়ানে! আসছে ভয়ঙ্কর সুনামি! অ্যালার্ট জাপান, ফিলিপিন্সে
মিচেল স্টার্ক – ২৫ কোটির স্টার্ক এখনও সেরকম ক্যারিশ্মা দেখাতে সক্ষম হননি। দুই ম্যাচে প্রচুর রান দিয়ে একটাও উইকেট পাননি তিনি। তবে কলকাতা ফের একবার ভরসা দেখিয়েছে মিচেলের উপর।
হর্ষিত রানা – প্রথম থেকেই ভালো ফর্মে রয়েছেন হর্ষিত। প্রথম ম্যাচে কিছু নীতিবিরুদ্ধ অঙ্গভঙ্গির জন্য তাকে সাজা দেওয়া হলেও তার পারফরমেন্সের উপর আস্থা রয়েছে দলের। দিল্লির হয়ে খেলছেন তিনি।
বরুণ চক্রবর্তী – প্রথম দুই ম্যাচে খুব একটা ভাল পারফর্ম না করলেও বরুণকে ফের একটা সুযোগ দিচ্ছে কলকাতা।
সুযশ শর্মা (ইমপ্যাক্ট) – খবর কনফার্ম নয় যদিও, তবে শোনা যাচ্ছে দিল্লির বিরুদ্ধে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামতে পারেন সুযশ শর্মা।