কাঁটাতার বিহীন সীমান্ত! পাচার-অনুপ্রবেশ বাড়লেও কেন নিরব রাজ্য? রিপোর্ট তলব হাই কোর্টের

Published on:

Published on:

Calcutta High Court asks Bengal to file affidavit on border fencing
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভারত–বাংলাদেশ সীমান্তে বহু জায়গায় এখনও কাঁটাতারের বেড়া নেই। এই কারণে দিন দিন অনুপ্রবেশ ও চোরাচালান বাড়ছে বলে অভিযোগ উঠেছিল আদালতে। সেই অভিযোগ খতিয়ে দেখে এবার রাজ্যের কাছে হলফনামা চেয়ে পাঠাল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।

হাই কোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলায় কী বলা হয়েছে?

কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) দায়ের হওয়া এক জনস্বার্থ মামলায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের মোট সীমান্ত ২,২১৬ কিলোমিটার। এর মধ্যে অনেক জায়গায় এখনও কাঁটাতার বসানো হয়নি। এর ফলে সীমান্তপথে গরু, মাদক, সোনা, জাল নোটের পাচার চলছে। অনুপ্রবেশও বেড়েছে। দেশের সম্পদের ক্ষতি হচ্ছে।

মামলাকারী ড. সুব্রত সাহা আদালতে (Calcutta High Court) জানান, সীমান্তের পরিস্থিতি জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক। তিনি সেনাবাহিনীতে বহুদিন কাজ করেছেন, তাই এই সমস্যার গুরুত্ব তিনি ভালোভাবে বোঝেন। তাঁর দাবি, ২০১৬ সাল থেকে সীমান্তে বেআইনি কাজ কমেনি, বরং চলছেই।

মামলায় আরও অভিযোগ জানানো হয় যে, জমি অধিগ্রহণের কাজে রাজ্য তৎপর নয়। তাই কাঁটাতার বসানোর কাজ এগোচ্ছে না। কেন্দ্রের দেওয়া তথ্যও একই। কেন্দ্রের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী আদালতকে (Calcutta High Court) জানান, কেন্দ্রীয় সরকার ফেন্সিংয়ের জন্য অর্থ দিতে রাজি। কিন্তু রাজ্য সহযোগিতা করছে না বলে কাজ আটকে আছে।

Calcutta High Court asks Bengal to file affidavit on border fencing

আরও পড়ুনঃ অপারেশন থিয়েটারে নাবালিকার শ্লীলতাহানি, গ্রেপ্তার বারাসাত মেডিকেল কলেজের ছাত্র চিকিৎসক

এসব শুনে হাই কোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেন রাজ্যের কাছে হলফনামা চেয়েছেন। আদালতের নির্দেশ আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যকে এই বিষয়ে নিজের বক্তব্য জমা দিতে হবে। ড. সাহা জানান, সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন। তাই বাধ্য হয়েই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। সূত্রের খবর, হাই কোর্ট মামলাটি গুরুত্ব দিয়ে দেখছে।