বাংলা হান্ট ডেস্ক: এবার সমস্যার করতে চলেছেন নিত্যযাত্রীরা। কারণ যাত্রীদের চাপ ও যোগাযোগের সুবিধার কথা মাথায় রেখে কলকাতার সহ শহরতলীর মেট্রোপরিষেবায় (Kolkata Metro) নতুন খবর। কারণ গ্রিনলাইনের কিছু স্টেশনে এবার থেকে রবিবারে একটি মাত্র টিকিট বুকিং কাউন্টার খোলা থাকবে।
গ্রিন লাইনের নতুন নিয়ম, ব্যস্ত সময়ে অপেক্ষা বাড়বে নিত্য যাত্রীদের (Kolkata Metro)
কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফ থেকে জানানো হয়েছে যে আগামী রোববার থেকে গ্রীনলাইনের চারটে স্টেশন খোলা থাকবে একটি করে টিকিট বুকিং কাউন্টার। কারণ দিনে সব থেকে গুরুত্বপূর্ণ সময় এই কাউন্টার থেকে টিকিট পাওয়া যাবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যদিও গ্রিনলাইনে সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, মহাকরণ ও এক্সপ্ল্যানেড মেট্রো স্টেশন গুলিতে এই ব্যবস্থাগুলো চালু করা হবে বলে জানা যায়।

আরও পড়ুন: দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন নীতীশ, নাকি বাজিমাত করবেন তেজস্বী? বিহারের মসনদে এবার কে?
পরীক্ষামূলকভাবে এই স্টেশন গুলিতে আগামী রবিবার থেকে কম গুরুত্বপূর্ণ সময়ে একটিও বুকিং কাউন্টার খোলা থাকবে না। অর্থাৎ স্টেশনে গিয়ে কাউন্টারে লাইন দিয়ে নতুন টোকেন কেনা অথবা স্মার্ট কার্ড কেনা কিংবা স্মার্ট কার্ড রিচার্জ করা যাবে না। তবে দিনের ব্যস্ত সময় একটি করে কাউন্টার খোলা রাখা হবে এই সমস্ত কাজের জন্য।
এই বিষয়ে মেট্রো রেলের তরফ থেকে জানানো হয়েছে, নতুন ব্যবস্থায় যাত্রীরা তাদের স্মার্টফোনের সাহায্যে ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপ ব্যবহার করে যাত্রার জন্য টিকিট কাটতে পারবেন। পাশাপাশি সেখান থেকে কিউআর কোডের সাহায্যে টিকিট ও সংগ্রহ করতে পারবেন। এছাড়া স্মার্ট কার্ড ও রিচার্জ করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে।
এছাড়া, স্টেশনে থাকা অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিনের থেকেও যাত্রীরা নিজেদের স্মার্টকার্ডগুলিকে রিচার্জ করিয়ে নিতে পারবেন। আর এই কারণে নির্দিষ্ট এই চারটি ষ্টেশনের মধ্যে ইতিমধ্যে স্মার্ট কার্ড রিচার্জ মেশিন বসানো হয়েছে। যেখানে যাত্রীরা এই মেশিনগুলিতে ইউপিআই এর মাধ্যমে টিকিট কেটে নিতে পারবেন।
যদিও কিছুদিন আগে ব্লু লাইনে গেটের ভোল বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া পাল্টাচ্ছে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম মেট্রোপথের সক্রিয় গেট। এখন নতুন কিউআর কোড যুক্ত কাগজের টিকিট চালু করার পর থেকে শহরের লাইফ লাইনে যাত্রীদের যাতায়াতের পথে সমস্যা হচ্ছিল। অনেক সময় তাড়াহুড়োর মধ্যে গেট খুলতে চাইতো না। তো আবার অনেক সময় গেটের বেহাল অবস্থায় থাকতো। আর এই সমস্ত জন্য গোটা মেট্রো (Kolkata Metro) পথে সক্রিয় গেটের বদন আনা হচ্ছে।












