বড় ঘোষণা আদানি গ্রুপের! এই রাজ্যে করবে ১ লক্ষ কোটির বিনিয়োগ, সামনে এল পরিকল্পনা

Published on:

Published on:

Adani Group to invest Rs 1 lakh crore in this state.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানির বন্দর থেকে শক্তি শিল্পের সঙ্গে যুক্ত আদানি গ্রুপ (Adani Group) আগামী দশকে অন্ধ্রপ্রদেশে ডেটা সেন্টার এবং সিমেন্টের মতো সেক্টরে ১ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ করবে। মূলত, আদানি দক্ষিণ ভারতে তাঁর ব্যবসাকে শক্তিশালী ও সম্প্রসারিত করার পরিকল্পনা করছেন।

বড় সিদ্ধান্ত আদানি গ্রুপের (Adani Group):

শুক্রবার অন্ধ্রপ্রদেশ বিনিয়োগকারী শীর্ষ সম্মেলনে আদানি পোর্টস অ্যান্ড এসইজেডের (Adani Group) ম্যানেজিং ডিরেক্টর করণ আদানি জানান যে, বন্দর থেকে শুরু করে সিমেন্ট, ডেটা সেন্টার, জ্বালানি এবং উন্নত উৎপাদন সেক্টরে বিনিয়োগ করা হবে। ওই রাজ্যে ৪০,০০০ কোটি টাকার বিনিয়োগ করেছে আদানি গ্রুপ। জানিয়ে রাখি যে, শিল্পপতি গৌতম আদানির জ্যেষ্ঠ পুত্র করণ, আদানি গ্রুপের ১৫ বিলিয়ন মার্কিন ডলারের ভাইজাগ টেক পার্ক ভিশনের উন্মোচন করেন। যার মধ্যে রয়েছে মার্কিন কোম্পানি গুগলের সঙ্গে অংশীদারিত্বে বিশ্বের বৃহত্তম সবুজ-চালিত হাইপারস্কেল ডেটা-সেন্টার ইকোসিস্টেমগুলির নির্মাণ।

Adani Group to invest Rs 1 lakh crore in this state.

উল্লেখ্য যে, মাত্র কয়েক সপ্তাহ আগে, ওই রাজ্যে একটি বৃহৎ AI ডেটা সেন্টার তৈরির জন্য গুগলের সঙ্গে অংশীদারিত্ব স্বাক্ষরিত হয়েছিল। করণ আদানি বলেছেন যে, অন্ধ্রপ্রদেশের ওপর আদানি গ্রুপের (Adani Group) আস্থা নতুন কিছু নয়। তাঁর মতে, “আমরা কেবল প্রতিশ্রুতি দিই না, বিনিয়োগের মাধ্যমে তা বাস্তবায়ন করি। এখনও পর্যন্ত, আমরা বন্দর থেকে শুরু করে সরবরাহ, সিমেন্ট, পরিকাঠামোগত উন্নয়ন এবং রিনিউয়েবল জ্বালানিতে ৪০,০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছি এবং আমরা এখানেই থেমে থাকতে চাই না।”

তিনি বলেন, “আগামী ১০ বছরে আমরা (Adani Group) বন্দর, সিমেন্ট, ডেটা সেন্টার, জ্বালানি এবং আধুনিক নির্মাণে আরও ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছি।” করণ বলেন, তাঁদের দল অন্ধ্রপ্রদেশকে কেবল বিনিয়োগের জায়গা হিসেবেই দেখে না, বরং আগামী ১০ বছরে ভারতের রূপান্তরের একটি অন্যতম ধাপ হিসেবেও দেখে।

আরও পড়ুন: “সুশাসন এবং উন্নয়নের জয়”, বিহারে NDA-র দাপটে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী, জনগণের উদ্দেশ্যে জানালেন কৃতজ্ঞতা

তাঁর মতে, আদানি (Adani Group) এবং গুগল যৌথভাবে ভাইজাগ টেক পার্কে গ্রিন এনার্জির ওপর পরিচালিত বিশ্বের বৃহত্তম হাইপারস্কেল ডেটা সেন্টার সিস্টেম তৈরি করবে। বিশাখাপত্তনমে একটি ডেটা সেন্টার কমপ্লেক্স তৈরিতে আগামী ৫ বছরে গুগল এবং আদানি ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। যেটি আমেরিকার বাইরে AI সেক্টরে গুগলের বৃহত্তম বিনিয়োগ। এর মধ্যে থাকবে একটি বিশেষভাবে নির্মিত, অত্যন্ত বড় ধারণক্ষমতার ডেটা সেন্টার ক্যাম্পাস। তিনি বলেন, ১৫ বিলিয়ন ডলারের এই যৌথ পরিকল্পনা টেকসই উন্নয়ন এবং উচ্চ প্রযুক্তির অগ্রগতির লক্ষ্যপূরণ করে।

আরও পড়ুন: অপ্রতিরোধ্য! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে দুর্ধর্ষ রেকর্ড গড়লেন বুমরাহ, উচ্ছ্বসিত অনুরাগীরা

আদানি গ্রুপ আসামেও বিনিয়োগ করবে: জানিয়ে রাখি যে, আদানি গ্রুপ (Adani Group) আসামে ২ টি বৃহৎ বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার জন্য প্রায় ৬৩,০০০ কোটি টাকা বিনিয়োগ করছে। যার মধ্যে রয়েছে উত্তর-পূর্বে বৃহত্তম বেসরকারি কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্র এবং একটি নতুন পাম্প-স্টোরেজ জলবিদ্যুৎ প্রকল্প। গ্রুপটি জানিয়েছে যে, তাদের জ্বালানি কোম্পানিগুলি এই ২ টি প্রকল্পের জন্য রাজ্য সরকারের কাছ থেকে প্রকল্প বরাদ্দপত্র (LOA) পেয়েছে। আদানি পাওয়ার লিমিটেড প্রায় ৪৮,০০০ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক ৩,২০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে। এই প্রকল্পটি ডিজাইন, নির্মাণ, ফান্ডিং, মালিকানা এবং পরিচালনা (DBFOO) মডেলের ভিত্তিতে তৈরি করা হবে।