উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আর মিলবে না একটিও বাড়তি পাতা—নির্দিষ্ট খাতার লিখতে হবে উত্তর

Published on:

Published on:

WBCHSE extra papers banned candidates will have to write answers in specific notebooks
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার থেকে উচ্চমাধ্যমিক (WBCHSE) পরীক্ষা যেহেতু সেমিস্টার পদ্ধতিতে হচ্ছে। তাই আরও একবার এই পরীক্ষায় হতে চলেছে নিয়ম বদল। জানা যায়, পরীক্ষার্থীরা আর চাইলেও পাবে না অতিরিক্ত কাগজ। যেখানে এতদিন পর্যন্ত প্রত্যেকটি পরীক্ষার্থীকে ৮ পাতার উত্তরপত্র দেওয়া হত। সেখানে মোট ১৬ টি পৃষ্ঠার মধ্যে তারা উত্তর দিতে পারতেন। কিন্তু আবার অতিরিক্ত পাতার প্রয়োজন হলে পরীক্ষা কেন্দ্র থেকে জোগাড় দেওয়া হত। তবে ২০২৬ থেকে উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারে আসতে চলেছে বদল।

উচ্চ মাধ্যমিকে অতিরিক্ত কাগজ বন্ধ, নির্দিষ্ট খাতাতেই লিখতে হবে উত্তর পরীক্ষার্থীদের (WBCHSE)

সূত্রের খবর, এবার থেকে ১২ পাতার উত্তর পত্র প্রথমেই দেওয়া হবে পরীক্ষার্থীকে। চলতি বছর থেকে উচ্চমাধ্যমিকে (WBCHSE) যেহেতু সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে। তাই চতুর্থ সেমিস্টারে বর্ণনামূলক উত্তর দিতে হবে। সেই সমস্ত বিষয়ে প্রাক্টিকাল আছে। তাই সেখানে লিখিত পরীক্ষা হবে ৩৫ নম্বরে।

WBCHSE extra papers banned candidates will have to write answers in specific notebooks

আরও পড়ুন: ব্ল্যাক কফির সময় ঠিক করলেই গলবে ফ্যাট! কখন খাবেন, জানুন এখনই…

অন্যদিকে অন্যান্য বিষয়গুলির ক্ষেত্রে পরীক্ষা হবে ৪০ নম্বরে। সেই ক্ষেত্রে মোট ২৪টি পৃষ্ঠার উত্তর লিখতে হবে ছাত্রছাত্রীদের। আর এমনটাই দাবি করেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তাদের মতে এর থেকে বেশি পৃষ্ঠার কখনোই প্রয়োজন হবে না। এই বিষয়ে শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, এবার চতুর্থ সেমিস্টারে অতিরিক্ত পাতা দেওয়া হবে না। আমরা যে খাতার ব্যবস্থা করেছি তার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা শেষ করতে হবে।

এই বিষয়ে শিক্ষা সংসদের ব্যাখ্যা, অতিরিক্ত পাতা নিলে পরে সেটি সেলাই হয় না অনেক সময়। যার ফলে পাতা ছিড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এর ফলে অনেক সময় মূল্যায়ন করা যায় না সঠিকভাবে। তাই এই নতুন নিয়ম আনা হয়েছে।

২০২৬ উচ্চমাধ্যমিক (WBCHSE) সেমিস্টার পদ্ধতির পাশাপাশি পুরনো পদ্ধতিতে ও পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে। সেখানে পুরনো বছরের ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় বসতে পারবেন। এবং তাদের পুরনো পদ্ধতিতে খাতা দেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষায় সংসদ। প্রসঙ্গত আগামী ১২ ফেব্রুয়ারি থেকে এই উচ্চমাধ্যমিকে চতুর্থ সেমিস্টার শুরু হবে। যা শেষ হবে ২২ ফেব্রুয়ারি।