মৃত ভোটারদেরও তালিকায় রাখার চাপ BLO-দের উপর, তৃণমূল নেতার অডিও ফাঁস করে গুরুতর অভিযোগ শুভেন্দুর

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : এসআইআর নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। রাজ্যের শাসক দল প্রথম থেকেই এসআইআর এর বিরোধিতা করে আসছে। পালটা বিজেপি দাবি করেছে, ভোটার তালিকায় নিবিড় সংশোধনী শুরু হলেই প্রকাশ্যে আসবে মৃত, ভুয়ো ভোটার। এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অভিযোগ করলেন, ফলতা বিধানসভায় বিএলওদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে মৃত ভোটারদের নাম কাটা নিয়ে।

অডিও বার্তা শেয়ার করে অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)

সোশ্যাল মিডিয়ায় একটি অডিও বার্তা শেয়ার করে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, ফলতা বিধানসভায় স্বচ্ছ এসআইআর প্রক্রিয়ায় বাধা দেওয়া হচ্ছে। পোস্টে শুভেন্দু লিখেছেন, ‘এসআইআর (SIR) এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সিঁদুরে মেঘ দেখছেন। তাই তার প্রশাসন কে দিয়ে মৃত ভোটারদের নাম যাতে কাটা না যায়, আর ভোটের সময় তার শান্তির বাহিনী কে দিয়ে ঐ ভোটগুলি যাতে ছাপ্পা মেরে জেতা যায় সেই পরিকল্পনা করছেন। কিন্তু সে গুড়ে বালি।’

Suvendu adhikari accused about dead voter list in SIR

কী অভিযোগ করেছেন বিরোধী দলনেতা: শেয়ার করা অডিও বার্তাটির বিষয়ে স্পষ্ট করে তিনি লিখেছেন, ‘এই ভয়েস ক্লিপিংটি ফলতার-ই একজন BLO-এর যিনি পরিষ্কার অভিযোগ করছেন ফলতার BDO ও ARO গতকালকে বিকেল ৩ টের পর সমস্ত BLO দের ফোন করে নির্দেশ দিয়েছেন যে ডেথ সার্টিফিকেট ছাড়া কোনো মৃত ব্যক্তির নাম কাটা যাবে না। অথচ পরিবারের লোক মৃতদের এনুমারেশন ফর্মে ডিক্লিয়ারেশন দিয়ে স্বাক্ষর করেছেন। সেই ফর্ম ও আপলোড করা যাবে না। BLO -দের বলা হচ্ছে ফর্মগুলি আপলোড না করে আনম্যাপিং করে ছেড়ে দিতে, কেনো? যাতে পরে জচ্চুরী করা যায়। এই অভিযোগ অত্যন্ত গুরুতর।’

আরও পড়ুন : তিন বছর পর সাতটার স্লট দখল, ‘জগদ্ধাত্রী’র নায়িকা পা রাখছেন নতুন মেগায়!

কী বার্তা দিলেন শুভেন্দু: শুভেন্দুর (Suvendu Adhikari) অভিযোগ, BDO, ARO দের ব্যবহার করে, গুন্ডা দিয়ে ধমক দিয়ে মৃত ভোটারদেরকে ভোটার তালিকায় রেখে দেওয়ার চেষ্টা চলছে। এরপরেই রাজ্যের সাধারণ মানুষদের উদ্দেশে বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা। ভয় না পাওয়ার বার্তা দিয়ে তিনি লিখেছেন, ‘আইনের আওতায় থেকে আপনারা সকলে SIR -এর কাজে নির্বাচন কমিশনকে সাহায্য করুন। তৃণমূলের দলদাস BDO এবং ARO দের বলব আপনারা সাবধান হন, নচেৎ এর ফল আপনাদের ভুগতে হবে। বিজেপি গোটা বিষয়টার উপর নজর রাখছে, এবং আমরা কিন্তু ছেড়ে কথা বলব না।’ একই সঙ্গে বিডিও এবং এআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যও নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করেছেন শুভেন্দু।

আরও পড়ুন : ঝাড়খণ্ডে বসে জালিয়াতির ছক, বাংলায় পুলিশ নিয়োগে জালিয়াতির কাণ্ডে ধৃত ১৭

প্রসঙ্গত, শুধু ফলতা নয়, কুলতলি, জয়নগর বিধানসভার উদাহরণও তুলে ধরেছেন শুভেন্দু। সেখানেও মৃত ভোটারদের নাম তালিকায় রাখার জন্য বিএলওদের চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।