বড় আপডেট নেটফ্লিক্সে! মোবাইল অ্যাপে আর নেই এই জনপ্রিয় ফিচার, ইউজারদের মধ্যে অসন্তোষ

Published on:

Published on:

Netflix bad users this feature is disabled in the Netflix mobile app
Follow

বাংলা হান্ট ডেস্ক: নেটফ্লিক্স (Netflix) এর জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলেছে। তবে এবার এই নেত্রিক্সের মোবাইল পরিষেবায় এক খারাপ খবর রয়েছে। কারণ শুধুমাত্র মোবাইল নয় সাধের স্মার্ট টিভির বড় পর্দা তো জনপ্রিয় ভিডিও স্ক্রিমিং সার্ভিস পরিষেবা এটি। কিন্তু অধিকাংশ স্মার্ট টিভিতেই এবার কাস্টিং অপশন বন্ধ করে দিয়েছে, নেটফ্লিক্স। যার ফলে মন খারাপ হয়েছে ইউজারদের।

মনখারাপ ব্যবহারকারীরা! নেটফ্লিক্স মোবাইল অ্যাপে বন্ধ এই ফিচারটি (Netflix)

এবার এই সমস্যা হলে এখন প্রশ্ন আসতেই পারে ,তাহলে এখন কী উপায়। স্মার্ট টিভিতে অনলাইন সুইমিং ভিডিও দেখা হল এক জনপ্রিয় উপায়ে কাজটি। যদিও এই ফিচারটি রয়েছে। শুধুমাত্র নেটফ্লিক্সের কনটেন্ট ও তার সাহায্যে টিভির পর্দায় দেখার উপায় নেই।  কেননা ইতিমধ্যেই নেটফ্লিক্স (Netflix) ওই অপশনকে সাপোর্ট দেওয়া বন্ধ করে দিয়েছে। উদ্দেশ্য, যাতে স্পেশ্যাল প্ল্যান যাঁদের কাছে, তাঁরা সেটির অপব্যবহার না করতে পারেন।

Netflix bad users this feature is disabled in the Netflix mobile app

আরও পড়ুন: নতুনভাবে প্রেমে পড়াবে চিংড়ি! আচারি মশলার টুইস্টে বানিয়ে ফেলুন স্পেশাল ডিশ

এছাড়াও মোবাইল ল্যাপটপ ও টিভি স্ক্রিনিং এর নানান প্ল্যান নেটফ্লিক্সে রয়েছে। কেবল থার্ড পার্টির ডিভাইসের মাধ্যমে কাস্টিং কে সাপোর্ট দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। নেটফ্লিক্সের সাপোর্ট পেজে গেল এই পরিবর্তনের বিষয়টি প্রত্যক্ষ করা যাবে।

পাশাপাশি সেখানে পরিষ্কার বলা হয়েছে, যদি কারোর টিভির স্ট্রিমিং ডিভাইস বা টিভি রিমোট থাকে তাহলে তিনি নেটফ্লিক্স অ্যাপটি ছোটপর্দায় দেখতে পাবেন। এর জন্য কাস্টিং এর প্রয়োজন পড়বে না।

তবে বলে রাখা ভালো, নতুন টিভিতে এই পরিবর্তন দেখা যাবে। কিন্তু পুরনো সেটের ক্ষেত্রে এখনো মিলবে কাস্টিংয়ের সুযোগ। এছাড়াও এই বিষয়ে সমস্ত তরফ থেকে এই পরিবর্তনের স্বপক্ষে কোন যুক্তি দেওয়া হয়নি। কিন্তু অনুমান করতে কষ্ট হয় না কেন এমন পরিবর্তন। যার ফলে, এবার সিঙ্গেল ডিভাইসে প্লান্ট এ কার্যকর থাকবে ইউজারদের জন্য (Netflix)।