বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় মুসলিম ভোট এবং বিজেপির অবস্থান নিয়ে ফের মুখ খুললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সাংবাদিক বৈঠকে তিনি সহজ ভাষায় জানালেন, তিনি কখনও বলেননি যে মুসলিমদের ভোট চান না। শুভেন্দুর দাবি, তিনি শুধু বলেছেন ‘এই ভোট তিনি পান না’।
শুভেন্দুর (Suvendu Adhikari) বক্তব্য কী?
শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, খুনি বা দুষ্কৃতীদের কোনও জাত-ধর্ম হয় না। গুন্ডা মানে গুন্ডাই, খুনি মানে খুনিই। তিনি দাবি করেন, তৃণমূল আশ্রিত কিছু মুসলিম দুষ্কৃতীর বিরুদ্ধে তিনি কথা বলেছেন। সব মুসলিমদের বিরুদ্ধে কেন বলবেন, সেই প্রশ্নও তোলেন তিনি। তিনি আরও বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে সব ধর্মের মানুষ ভাল আছেন। সবাই শান্তিতে নিজের ধর্ম পালন করছেন। ভারতীয় মুসলিমদের সঙ্গে বিজেপির কখনও লড়াই ছিল না, এখনও নেই, এটাই তাঁর দাবি। মুসলিম ভোট নিয়ে নিজের পুরনো মন্তব্যের ব্যাখ্যায় শুভেন্দু বলেন, ২০১৯, ২০২১ ও ২০২৪, এই তিনটি বড় নির্বাচনে বিজেপি মুসলিম ভোট এক শতাংশেরও কম পেয়েছে। সেটাই বাস্তব সত্য বলে জানান তিনি।
মাসখানেক আগেই শ্রীরামপুরে একটি সভায় শুভেন্দু (Suvendu Adhikari) ঠিক একই কথা বলেছিলেন। সেবারও তৃণমূল কংগ্রেস কটাক্ষ করেছিল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছিলেন, বিজেপি এখন চাপে পড়েছে। শুভেন্দুর বক্তব্যকে তিনি ‘ব্যাক গিয়ার’ বলেই আক্রমণ করেছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপির সুর কিছুটা বদলানোর ইঙ্গিত মিলেছিল যেদিন শমীক ভট্টাচার্য দলের বঙ্গ সভাপতি হন। সেদিন তিনি বলেছিলেন, বাংলায় সাম্প্রদায়িক বিভাজন তৈরি করা হয়েছে। তিনি স্পষ্ট করেন, বিজেপির লড়াই সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়। শমীক দুর্গাপুজোর বিসর্জন ও মহরমের কথাও তুলে ধরেন। বলেন, বিজেপি চায়, দুটি মিছিল একই সময়ে, একই রাস্তায় চলুক, কোনও ঝামেলা ছাড়া।

আরও পড়ুনঃ জেলে থেকেও দাপট! শাহজাহানের ‘দাপটে’ আতঙ্কে সরবেড়িয়ার মণ্ডল পরিবার
এদিকে, বাংলার রাজনীতিতে হুমায়ুন কবীরের প্রস্তাবিত ‘বাবরি মসজিদ’ নিয়েও নতুন সমীকরণ তৈরি হয়েছে। শুভেন্দুর (Suvendu Adhikari) বক্তব্যের পর হুমায়ুন কবীর বলেন, বিজেপি এখন বুঝছে শুধু হিন্দু ভোটে, যেখানে রাজ্যে প্রায় ৩৭ শতাংশ সংখ্যালঘু ভোটার রয়েছেন, ক্ষমতায় আসা কঠিন। সংখ্যালঘুদের কিছু অংশের ভোট না পেলে তা সম্ভব নয়।












