বাংলা হান্ট ডেস্ক: অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে শহরে আসতে চলেছেন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi)। এদিকে, মেসের আগমন উপলক্ষ্যে দক্ষিণ দমদমের লেকটাউনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কর্তৃক মেসির ৭০ ফুট উঁচু মূর্তি নির্মাণ সম্পন্ন হয়েছে। যেটি আর্জেন্টাইন সুপারস্টারের সর্বকালের সবচেয়ে বড় মূর্তি বলে দাবি করা হচ্ছে। ওই মূর্তিটিতে মেসির হাতে ফিফা বিশ্বকাপ ট্রফি রয়েছে। বর্তমানে মূর্তি তৈরির শিল্পী মন্টি পালের দল শেষ কাজ সম্পন্ন করছে।
কলকাতায় মেসির (Lionel Messi) ৭০ ফুট উঁচু মূর্তি:
এদিকে, ইতিমধ্যেই এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করেছেন রাজ্যের মন্ত্রী তথা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি সুজিত বসু। তিনি জানিয়েছেন, মাত্র ৪০ দিনের মধ্যে এই মূর্তিটি সম্পন্ন হয়েছে। মন্ত্রী বলেন, ‘এটি অত্যন্ত বড় মূর্তি। ৭০ ফুট উঁচু। পৃথিবীতে মেসির এত বড় মূর্তি আর কোথাও নেই। মেসি কলকাতায় আসছেন। বিশ্বজুড়ে মেসির অগণিত ভক্ত আছেন।’

এদিকে, কলকাতায় আসা পূর্ববর্তী ফুটবল কিংবদন্তিদের কথা উল্লেখ করে তিনি বলেন, “মেসির আগে (ডিয়েগো) মারাদোনা, (এমিলিয়ানো) মার্টিনেজ, ব্রাজিলের রোনালদিনহো (গাউচো) ছিলেন তাঁরা সবাই এখানে এসেছেন। শ্রীভূমিতেও এসেছিলেন।’
আরও পড়ুন: গম্ভীরের কারণেই দুর্দশা বাড়ছে টিম ইন্ডিয়ার? T20 বিশ্বকাপের আগে বাজছে বিপদের ঘণ্টা
৪০ দিনে তৈরি: মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, ‘আমরা ৪০ দিনের মধ্যে এই মূর্তিটি তৈরি করেছি। মন্টি পাল এটি প্রস্তুত করেছেন। সবাই বলেছিল যে আমাদের কাছে মারাদোনার একটি মূর্তি আছে। তাহলে মেসির কেন থাকবে না? ২০২৬-এর বিশ্বকাপের আগে এই সময়টি গুরুত্বপূর্ণ। মেসির এই মূর্তিটি পছন্দ হবে। ১৩ তারিখে কলকাতা থেকে এই মূর্তির ভার্চুয়ালি উদ্বোধন করা হবে।’
আরও পড়ুন: মেসিকে গ্র্যান্ড ওয়েলকাম জানাতে প্রস্তুত কলকাতা! আসছেন শাহরুখও, অনুরাগীদের দিলেন বিশেষ বার্তা
এদিকে, মন্ত্রী রাজ্য কর্তৃপক্ষের সমর্থনের কথা স্বীকার করে জানান, ‘সরকার আমাদের অনেক সাহায্য করেছে।’ জানিয়ে রাখি যে, শ্রীভূমির আয়োজকদের মতে, মেসি আগামী ১৩ ডিসেম্বর ভার্চুয়ালি মূর্তিটি উদ্বোধন করবেন। মূলত, নিরাপত্তা এবং আইনশৃঙ্খলার কারণে তিনি সেখানে উপস্থিত থাকতে পারবেন না। এমতাবস্থায়, মুখ্যমন্ত্রীর নির্দেশেই ভার্চুয়াল মাধ্যমে এই মূর্তির উদ্বোধন করা হবে।












