বাংলা হান্ট ডেস্ক: হাতে গুনে আর কটা দিন। তারপর শেষ হতে চলেছে ২০২৫। কিন্তু বছর শেষে আবারও বাড়ল সোনার দামে (Gold Price) আগুন। যার ফলে মাথায় হাত পড়েছে ক্রেতা থেকে বিক্রেতাদের। আপনিও যদি এই মুহূর্তে সোনার গহনা কেনার পরিকল্পনা করেন তাহলে একবার আজকের লেটেস্ট রেট দেখে নিন।
বড়দিনে বাজারে সোনার দাম কত জানুন? (Gold Price)
বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা (Gold)। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে। আসুন এক নজরে জেনে নেওয়া যাক দেশের বড় শহরগুলিতে সর্বশেষ সোনার দাম।

আরও পড়ুন: বরফ, পাহাড় আর নির্জনতা, এবারের শীতে জ়ুলুক ট্রিপে রাত কাটানোর সেরা বিকল্প নিমাচেনে
২৫ ডিসেম্বরের কলকাতায় ১০ গ্ৰাম ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৭০ হাজার ৬৫০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৩৯ হাজার ২৫০ টাকা। অপরদিকে দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ২৭ হাজার ৮০০ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৩৯ হাজার ২৫০ টাকা। আমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ২৭ হাজার ৭০০ টাকা। ২৪ ক্যারেটের দাম ১ লক্ষ ৩৯ হাজার ২৫০ টাকা।
প্রসঙ্গত, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে।
অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙ বদলে যায়। তবে বছর শেষে সোনার দাম আবারও বৃদ্ধি পাওয়ায় যথারীতি চিন্তার ভাজ মাথায় পড়েছে মধ্যবিত্তের। আর এই হলুদ ধাতুর দাম বৃদ্ধি পাওয়ার ফলে এই মুহূর্তে সোনার গহনা কেনা অসাধ্য হয়ে উঠেছে বহু মানুষের ক্ষেত্রে (Gold Price)।












