বাংলাহান্ট ডেস্ক : টলিউডের ব্যস্ত অভিনেতা দেব। বছরে একাধিক ছবি মুক্তি পায় তাঁর। ইন্ডাস্ট্রিতে বেশ কিছু নতুন চল শুরু করেছেন তিনি। এর মধ্যে অন্যতম হল, ছোটপর্দার (Serial) অভিনেত্রীদের বড়পর্দায় সুযোগ দেওয়া। এর আগে দেবের হাত ধরেই সৌমিতৃষা কুণ্ডু, ইধিকা পাল থেকে শ্বেতা ভট্টাচার্যরা পা রেখেছেন সিনেমায়। আগামীতে ‘প্রজাপতি ২’ ছবিতে অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুকে দেখা যাবে। এর মাঝেই জানা গেল, আরও এক নতুন ছবি নিয়ে ফিরছেন দেব। সেখানেও থাকবেন আরেক জনপ্রিয় ছোটপর্দার নায়িকা।
দেবের বিপরীতে ছোটপর্দার (Serial) জনপ্রিয় অভিনেত্রী
আগামীতে ‘অ্যাম্বুলেন্স দাদা’ ছবিতে দেখা যাবে দেবকে। এই ছবিতেই নায়িকা হিসেবে দেখা মিলবে সিরিয়ালের আরও এক টিআরপি টপার নায়িকার। তিনি ‘জগদ্ধাত্রী’ ওরফে অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। এর আগেই জানা গিয়েছিল, জগদ্ধাত্রী (Serial) শেষে বড়পর্দায় পা রাখতে চলেছেন অঙ্কিতা। দেবের হাত ধরেই শুরু হবে তাঁর বড়পর্দার সফর। এবার প্রকাশ্যে এল ছবির নাম।

বড়পর্দায় ডেবিউ অভিনেত্রীর: জগদ্ধাত্রী শেষ হওয়ার আগেই জানা গিয়েছিল, এবার সিনেমায় পদার্পণ করতে চলেছেন অঙ্কিতা। দেবের বিপরীতে অভিনয় ছাড়াও মহুয়া রায়চৌধুরীর বায়োপিকেও মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। উল্লেখ্য, দেব অঙ্কিতার আসন্ন ছবিটিও বায়োপিক।
কে ‘অ্যাম্বুলেন্স দাদা’: জলপাইগুড়ির করিমূল হক স্থানীয় মানুষদের মধ্যে ‘অ্যাম্বুলেন্স দাদা’ হিসেবেই পরিচিত। প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষদের জন্য নিজের বাইকটিকেই বদলে ফেলেছেন অ্যাম্বুলেন্সে। একসময় অ্যাম্বুলেন্সের অভাবে নিজের মাকে বাঁচাতে পারেননি তিনি। আর এখন নিজের বাইক অ্যাম্বুলেন্স দিয়ে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচান তিনি।
আরও পড়ুন : সমস্যা দিয়ে শুরু নতুন বছর, একাধিক গুরুত্বপূর্ণ রুটে ১৮ টি লোকাল বাতিলের ঘোষণা রেলের
তাঁর এই উদ্যোগকে সম্মান জানিয়ে ২০১৭ সালে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয় কেন্দ্রের তরফে। উল্লেখ্য, এই ছবি নিয়ে গুঞ্জন তীব্র হলেও এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি দেব। নতুন ছবিতে দেব অঙ্কিতার জুটি দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে।












