বাংলাহান্ট ডেস্ক : আজ প্রকাশিত হয়েছে ২০২৪ সালের উচ্চ মাধ্যমিকের (Higher Secondary Examination) ফলাফল। ফলাফল প্রকাশিত হওয়ার পর বহু পরীক্ষার্থী তাদের রেজাল্ট স্ক্রুটিনি-রিভিউ করাতে চান। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education) চালু করেছে ‘তৎকাল স্ক্রুটিনি’ এবং ‘তৎকাল রিভিউ’ প্রক্রিয়া।
সাধারণ স্ক্রুটিনি-রিভিউয়ের রেজাল্ট যত দিনে আসবে, তার থেকে অনেক আগেই রেজাল্ট পেয়ে যাবেন ‘তৎকাল স্ক্রুটিনি’ এবং ‘তৎকাল রিভিউ’-এর জন্য আবেদনকারী পরীক্ষার্থীরা। তবে তৎকাল সুবিধা নেওয়ার জন্য খরচ করতে হবে অতিরিক্ত টাকা। প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পোর্টালে গিয়ে পরীক্ষার্থীরা রেজাল্ট জানতে পারবেন।
আরোও পড়ুন : টানা ২০ দিন ট্রাফিক ব্লক! কবে থেকে পরিষেবা স্বাভাবিক হচ্ছে শিয়ালদায়? নয়া আপডেট দিল রেল
চলুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।‘তৎকাল স্ক্রুটিনি’ এবং ‘তৎকাল রিভিউ’ এর আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী ১০ মে দুপুর ২ টো থেকে। আগামী ১৩ মে মধ্যরাত পর্যন্ত পরীক্ষার্থীর আবেদন জানাতে পারবেন। ‘তৎকাল স্ক্রুটিনি’-র জন্য প্রদান করতে হবে ৬০০ টাকা ও ‘তৎকাল রিভিউ’-র জন্য প্রদান করতে হবে ৮০০ টাকা। এই টাকা দিতে হবে প্রতিটি বিষয়ের জন্য।
আরোও পড়ুন : ঠাকুর নয়! রবীন্দ্রনাথের আসল পদবী ছিল অন্য! অবাক লাগছে? জানুন, কবিগুরুর সেই অজানা সত্য
‘তৎকাল স্ক্রুটিনি’-র আবেদন করা যাবে প্রতিটি বিষয়ের জন্য। দুটি বিষয়ের জন্য আবেদন করা যাবে ‘তৎকাল রিভিউ’-র। জানা গেছে, আবেদন জানানোর সাত দিনের মধ্যে পরীক্ষার্থীরা ‘তৎকাল স্ক্রুটিনি’ এবং ‘তৎকাল রিভিউ’-র ফলাফল জানতে পারবেন। অন্যদিকে, সাধারণ স্ক্রুটিনি এবং রিভিউয়ের আবেদন শুরু হচ্ছে আগামী ১০ই মে দুপুর ২ টো থেকে।
আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫ মে মধ্যরাত পর্যন্ত। সাধারণ স্ক্রুটিনি এবং রিভিউয়ের জন্য লাগবে যথাক্রমে ১৫০ ও ২০০ টাকা করে। রিভিউ ও স্ক্রুটিনির আবেদনের জন্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট wbchse.wb.gov.in-এ গিয়ে ক্লিক করতে হবে ‘Students Login’-তে। নতুন পেজ খুলে গেলে ক্লিক করতে হবে ‘New User Sign Up’ অপশনে।
এরপর যথাযথভাবে পূরণ করতে হবে ইনস্টিটিউশন কোড (মার্কশিটের উপরের দিকে থাকবে), নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি, আধার কার্ড, জন্মতারিখ, উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশনের বছর, রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে। তারপর ‘Create Account’ অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন শেষ করতে হবে।
এরপর পরীক্ষার্থীদের যেতে হবে ‘PPS/PPR’ ট্যাবে। সেখানে রোল নম্বর এবং মার্কশিট নম্বর (মার্কশিটের কোণের দিকে দেওয়া আছে) দিয়ে ক্লিক করতে হবে ‘Validate Roll No & Marksheet No’-তে। এরপর রিভিউ বা স্ক্রুটিনি করতে চান যে বিষয়গুলির সেগুলি সিলেক্ট করতে হবে। সবশেষে ‘Submit’ বাটনে ক্লিক করে অনলাইনে টাকা পেমেন্ট করতে হবে।