বাংলা হান্ট ডেস্ক: তীব্র তাপপ্রবাহের হাঁসফাঁস পরিস্থিতি কাটিয়ে বর্তমানে খানিক স্বস্তিতে দক্ষিণবঙ্গ (South Bengal) সহ গোটা রাজ্য। গত দুদিনের ঝড়-বৃষ্টিতে বেশ খানিকটা কমেছে তাপমাত্রা। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের চেয়ে ৫.৩ ডিগ্রি সেলসিয়াস কম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহভর বৃষ্টি চলবে রাজ্যের জেলায় জেলায়। ঝড়ের সম্ভাবনাও রয়েছে। আজ বৃহস্পতিবার কেমন থাকবে বাংলার আবহাওয়া (Weather Update)?
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দোসর হতে পারে ঝোড়ো হাওয়া। আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও আগামীকাল ফের বাড়বে দাপট। শুক্রে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলায়।
শুক্রবার বৃষ্টি বাড়তে পারে। আগামীকাল কালবৈশাখীর পূর্বাভাসও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে শুক্রবার মাঝারি থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা। পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বইতে পারে। কিছু জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতাতেও ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই এই ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উপরে অবস্থান করছে। ওদিকে উত্তর-পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এই দুইয়ের মিলিত প্রভাবেই ঝড়-বৃষ্টির তাণ্ডব।
আরও পড়ুন: আজকের রাশিফল ৯ মে, ভাগ্যের চাকা ঘুরবে এই চার রাশির
চলতি সপ্তাহে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার। উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা।