বাংলাহান্ট ডেস্ক : বিগত কয়েক মাস ধরে ক্রমাগত বেড়ে চলেছে সোনার (Gold) দাম। এই অবস্থায় সাধারণ মধ্যবিত্ত মানুষের মাথায় হাত। এমনিতেই চলছে বিয়ের মরশুম। তাই সোনা কিনতে গিয়ে অনেকেরই নাভিশ্বাস ওঠার অবস্থা। এই অবস্থায় অনেকেরই প্রশ্ন আগামী দিনে কি আরো বাড়তে চলেছে সোনার দাম?
আজ কত টাকাতেইবা সোনা বিক্রি হচ্ছে কলকাতাতে? চলুন জেনে নেওয়া যাক। অনেকেই রয়েছেন যারা বিনিয়োগের মাধ্যম হিসেবে বেছে নেন সোনা-রুপোকে। যে হারে ক্রমাগত সোনা ও রুপোর দাম বেড়ে চলেছে তাতে অনেকেই বুদ্ধি করে বিনিয়োগ করছেন এই ক্ষেত্রে। কেউ কিনে থাকেন সোনার গয়না, আবার কেউ সোনার বাট।
আরোও পড়ুন : প্ৰতি মাসে কত টাকা মাইনে পান হাইকোর্টের প্রধান বিচারপতি? জানলে ঢোক গিলবেন
আবার বিবাহ সহ বিভিন্ন অনুষ্ঠানে সোনার গুরুত্ব অপরিসীম। তাই আমাদের দেশে গোটা বছরই সোনা ও রুপোর চাহিদা থাকে চোখে পড়ার মতো। আজ কিছুটা হলেও দাম কমেছে সোনার। পাশাপাশি দামের পতন লক্ষ্য করা গেছে রুপোতেও। গতকাল কলকাতায় এক কেজি রুপো বিক্রি হয়েছে ৮৬৫০০ টাকায়। সেখানে আজ কলকাতায় এক কিলো রূপো বিক্রি হচ্ছে ৮৬৪০০ টাকায়। কেজি প্রতি রুপোর দাম কমেছে ১০০ টাকা করে।
১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম গতকাল কলকাতায় ছিল ৬৭১৫০ টাকা। ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ কমে দাঁড়িয়েছে ৬৭১৪০ টাকায়। সে ক্ষেত্রে প্রতি ১০ গ্রাম সোনার দাম কমেছে দশ টাকা করে।কলকাতায় গতকাল ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনা বিক্রি হয়েছে ৭৩২৫০ টাকায়। সেখানে আজ কলকাতায় ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনা পাওয়া যাচ্ছে ৭৩২৪০ টাকায়।