দৈনিক ৩ জিবি ডেটা সহ দুর্ধর্ষ রিচার্জ! দাম মাত্র ৪০ টাকা, এই টেলিকম সংস্থা দিল বিরাট উপহার

Published on:

Published on:

This telecom company has come up with a very good recharge plan.
Follow

বাংলা হান্ট ডেস্ক: গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান (Recharge Plan) সামনে আনে টেলিকম সংস্থাগুলি। যার ফলে গ্রাহকরা হন আকৃষ্ট। সেই দৌড়ে পিছিয়ে নেই এয়ারটেলও।

একের পর এক দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান সামনে আনছে এয়ারটেল (Airtel):

ইতিমধ্যেই টেলিকমটকের একটি রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, এয়ারটেল নির্বাচিত কয়েকটি সার্কেলে ৩৯ টাকার একটি নতুন ডেটা প্যাক চালু করেছে। এই প্যাকটির মেয়াদ ৩ দিন।

This telecom company has come up with a very good recharge plan.

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই ডেটা প্যাকে গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি ডেটা পাবেন। এর অর্থ গ্রাহকরা পুরো বৈধতার সময়কালে মোট ৯ জিবি হাই-স্পিড ডেটা পাবেন। হাই-স্পিড ডেটা কোটা শেষ হয়ে যাওয়ার পরে, প্রতি এমবিতে ৫০ পয়সা অতিরিক্ত ডেটা ব্যবহারের জন্য চার্জ করা হবে বলেও জানা গিয়েছে। এয়ারটেলের মতে, এই স্বল্পমেয়াদী বৈধতার ডেটা প্যাকটি শুধুমাত্র উত্তরপ্রদেশ (পূর্ব), মহারাষ্ট্র এবং তামিলনাড়ু সার্কেলে উপলব্ধ।

আরও পড়ুন: ১০০ শতাংশ বৃদ্ধি! ভারতের বীর সেনাদের জন্য বড় পদক্ষেপ কেন্দ্রের, আর্থিক দিক থেকে আর নেই চিন্তা

এয়ারটেলের ৩৩ টাকার ডেটা প্যাক: এদিকে, এয়ারটেল ৩৩ টাকার একটি ডেটা প্যাকও উপলব্ধ করে। যেটি ১ দিনের মেয়াদ সহ ২ জিবি ডেটা প্রদান করে। এই ডেটা প্যাকের ক্ষেত্রে ডেটার কোটা শেষ হয়ে যাওয়ার পরে, প্রতি এমবিতে ৫০ পয়সা অতিরিক্ত ডেটা ব্যবহারের জন্য চার্জ করা হবে।

আরও পড়ুন: ভারতীয় রেলে আর দেখা যাবে না ব্রিটিশ আমলের এই চিহ্ন! বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী

তুলনামূলকভাবে দেখতে গেলে নির্বাচিত কিছু সার্কেলে পাওয়া ৩৯ টাকার ডেটা প্যাকটি ডেটা সুবিধার দিক থেকে বেশি লাভবান করবে গ্রাহকদের। উল্লেখ্য যে, এই ডেটা টপ-আপ রিচার্জগুলি সক্রিয় আউটগোয়িং পরিষেবার মেয়াদ সহ এয়ারটেল প্রিপেইড গ্রাহকদের জন্য উপলব্ধ।