বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী (Indian Army) ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (Indian Oil Corporation Limited, IOCL)-এর সাথে একটি MoU স্বাক্ষর করেছে। মূলত, সাস্টেনেবেল ট্রান্সপোর্ট সলিউশনের বিষয়ে এই MoU স্বাক্ষরিত হয়েছে বলে জানা গিয়েছে। এর মাধ্যমে Tata Motors-এর তৈরি হাইড্রোজেন চালিত বাস ভারতীয় সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে Tata Motors এই হাইড্রোজেন চালিত বাসগুলি ইন্ডিয়ান অয়েলকে সরবরাহ করেছিল এবং এখন এই চুক্তির অধীনে, IOCL এই বাসগুলি ভারতীয় সেনাবাহিনীকে সরবরাহ করতে চলেছে।
Fuelling the future of eco-friendly mobility, IndianOil hands over a state-of-the-art green hydrogen fuel cell bus to the Indian Army. An MoU was also signed in the presence of General Manoj Pande, Chief of Army Staff, and Mr. S M Vaidya, Chairman, IndianOil to advance hydrogen… pic.twitter.com/LtnumkSFII
— Indian Oil Corp Ltd (@IndianOilcl) May 27, 2024
দিল্লি-এনসিআরে চলছে এই বাসগুলি: ইন্ডিয়ান অয়েল বর্তমানে দিল্লি-এনসিআর-এর মধ্যে ১৫ টি ফুয়েল সেল বাস চালাচ্ছে। এই সমস্ত বাস একসাথে মোট ৩ লক্ষ কিলোমিটার মাইলেজ দেয়। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে, একটি বাস প্রায় ২০ হাজার কিলোমিটার মাইলেজ দিচ্ছে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন হয়েছে দল! কিন্তু পরেরবারে মাত্র এই চার খেলোয়াড়কে ধরে রাখবে KKR, তালিকায় রয়েছে বড় চমক
সাস্টেনেবেল ফিউচারের জন্য বড় পদক্ষেপ: এই প্রসঙ্গে ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যান এস. এম. বৈদ্য জানিয়েছেন যে, “আজ সত্যিই একটি স্মরণীয় দিন। যেটি গ্রিন হাইড্রোজেন ফুয়েল সেল বাস ফ্লিটের অংশ ছিল। এখন এটি ভারতীয় সেনাবাহিনী দ্বারা পরিচালিত হবে।” এস. এম. বৈদ্য আরও বলেছেন যে “ভারতীয় সেনাবাহিনীর সাথে এই চুক্তি একটি গ্রিন এবং সাস্টেনেবেল ফিউচারের জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।”
আরও পড়ুন: বন্ধ হতে চলেছে নয়াদিল্লি রেল স্টেশন? যাত্রীদের উদ্দেশ্যে বড় বার্তা রেলের
হাইড্রোজেন পাওয়ার্ড সেল বাস: প্রসঙ্গত উল্লেখ্য যে, হাইড্রোজেন ফুয়েল সেল বাসে ৩৭ জন যাত্রীর বসার জন্য আসন রয়েছে। Tata-র এই বাস হাইড্রোজেন জ্বালানির ৩০ কেজি ট্যাঙ্কের সাথে একক চার্জিংয়ে ২৫০ থেকে ৩০০ কিলোমিটার রেঞ্জ প্রদান করে। ইলেক্ট্রো-কেমিক্যাল প্রক্রিয়ার সাহায্যে হাইড্রোজেন গ্যাসকে বিদ্যুতে রূপান্তর করে এই বাস চলে বলেও জানা গিয়েছে।