রেমালে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা কেন্দ্রের! ২ লক্ষ করে পাবে বাংলার মানুষ, ঘোষণা প্রধানমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের আবহেই বাংলায় আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় রেমাল। যে কারণে উপকূলবর্তী বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রাণ হারান একাধিক। এরপর এই ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে মোড় নিলেও, এর প্রভাবে গত প্রায় এক সপ্তাহ ধরে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বৃষ্টি চলছে। কোথাও ধস নেমেছে, কোথাও আবার সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। এই আবহে রেমালে ক্ষতিগ্রস্তদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল কেন্দ্র। ক্ষতিপূরণ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

নির্বাচন কমিশনের বিধি লঙ্ঘন করা যাবে না, সেই কারণে ভোট শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিলেন পিএম। ভোট মিটতেই ফের দেশবাসীর সেবায় নিয়োজিত হয়ে পড়লেন তিনি। রেমালে (Cyclone Remal) ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করলেন মোদী। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে রেমালের কারণে আহত এবং নিহতদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

বিগত প্রায় এক সপ্তাহ ধরে রেমালের (Remal) ‘দাপট’ দেখছে উত্তর এবং পূর্বের রাজ্যগুলি। লাগাতার বৃষ্টির কারণে অসমে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মণিপুর, মেঘালয়, মিজোরামের একাধিক জায়গায় আবার ধস নেমেছে। বাড়ি চাপা পড়ে প্রাণ হারিয়েছেন অনেকে। নিখোঁজ একাধিক।

আরও পড়ুনঃ পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! ভোট গণনার আগের দিন হাই কোর্টে ছুটলেন BJP প্রার্থীরা, তোলপাড়!

এদিকে ভোটের ব্যস্ততার মাঝেও ঘূর্ণিঝড় পরিস্থিতির দিকে নজর রেখে চলেছেন প্রধানমন্ত্রী। জানা যাচ্ছে, রবিবার পরিস্থিতি পর্যালোচনায় বসেছিলেন তিনি। তবে তার আগেই রেমালে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করে দিয়েছিলেন মোদী।

Narendra Modi

গত শুক্রবারই বাংলা এবং উত্তর-পূর্বের রাজ্যগুলিতে রেমালের কারণে নিহতদের পরিবারপিছু ২ লাখ টাকা এবং আহতদের পরিবারপিছু ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। এদিকে পিএম দফতর সূত্রে জানা যাচ্ছে, এখনও অবধি রেমালে প্রাণ হারিয়েছেন প্রায় ৪০ জন। ক্ষতিগ্রস্তের সংখ্যা ২ লাখেরও বেশি। এবার তাঁদের দিকেই সাহায্যের হাত বাড়িয়ে দিল কেন্দ্র।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর