সবুজ ঝড়ে উড়ে গেল BJP, গণনার ৫ ঘণ্টা পর জয়ের পথে রচনা-সায়নী-জুন-মহুয়ারা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ যত সময় গড়াচ্ছে মুখ থুবড়ে পড়ছে এক্সিট পোল। দেশের পাশাপাশি রাজ্যের চিত্রটাও একই। বাংলায় (West Bengal) সমস্ত বুথ ফেরত সমীক্ষাকে ফেল করে তৃণমূলের (Trinamool Congress) সবুজ ঝড়। ৪২ লোকসভা আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গে বর্তমানে ৩১-টি তে এগিয়ে তৃণমূল। ১০ টি আসনে এগিয়ে বিজেপি (BJP)। একটি তে এগিয়ে কংগ্রেস।

ডায়মন্ড হারবারে ৩ লক্ষ ১৪ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারে ৪ লক্ষ ৬৫ হাজার ৬৫২ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়।

যাদবপুরে বিজেপি, সিপিএম-কে টপকে ৯৬ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। ওদিকে মেদিনীপুরে ৩৬ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জুন মালিয়া। কৃষ্ণনগরে মহুয়া মৈত্র দাপট অব্যাহত। কৃষ্ণনগরে ৬৫ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র।

বসিরহাটে সন্দেশখালির রেখা পাত্রকে পেছনে ফেলে ২৮ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে পেছনে ফেলে এগিয়ে তৃণমূলের কীর্তি আজাদ। গতবার হুগলি থেকে জিতেছিলেন লকেট চট্টোপাধ্যায়। এবার এগিয়ে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee slams BJP from Bardhaman and Hooghly rally

আরও পড়ুন: নির্বাচনে ফলপ্রকাশের দিন রক্তাক্ত শেয়ার বাজার! ৫,০০০-এর বেশি নামল সেনসেক্স, মাথায় হাত বিনিয়োগকারীদের

এখনও পর্যন্ত বাংলায় যা ট্রেন্ড তাতে তাতে বিপুল সংখ্যক জয় পেতে চলেছে তৃণমূল। ইতিমধ্যেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আলোচনায় বসেছেন। তবে কী নিয়ে আলোচনা হবে, তা এখনও স্পষ্ট নয়।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X