বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে রাস্তাঘাটে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে যানবাহণের সংখ্যা। এমতাবস্থায়, দুর্ঘটনা এড়াতে এবং সুষ্ঠুভাবে বাইক কিংবা গাড়ি চালানোর ক্ষেত্রে অবশ্যই মেনে চলতে হয় কিছু নিয়ম। এদিকে, সুরক্ষার কথা মাথায় রেখে ট্রাফিক নিয়মে (Traffic Rules) প্রায়শই বিভিন্ন পরিবর্তন করা হয়। যেগুলি সম্পর্কে সচেতন থাকতে হয় সবাইকে। এমতাবস্থায়, আপনিও যদি নিয়মিতভাবে বাইক অথবা স্কুটার চালান সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে।
লাগু হচ্ছে নতুন নিয়ম (Traffic Rules):
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সম্প্রতি একটি নিয়ম (Traffic Rules) বাধ্যতামূলক করা হয়েছে। যেখানে এবার থেকে স্কুটার বা বাইক চালানোর সময়ে চালকের পাশাপাশি বাইক আরোহীকেও হেলমেট পরতে হবে। মোটর ভেহিক্যাল অ্যাক্টের অধীনে, বাইক আরোহীরও হেলমেট পরা বাধ্যতামূলক। যদিও দেশের বেশিরভাগ অংশে এটি অনুসরণ করা হয় না।
তবে, হাইকোর্টের নির্দেশের পরে আগামী ১ সেপ্টেম্বর থেকে অন্ধ্রপ্রদেশের অন্যতম বড় শহর বিশাখাপত্তনমে একটি নতুন নিয়ম (Traffic Rules) কার্যকর হতে চলেছে। যার ফলে আগামী মাসের প্রথম থেকেই চালকের সাথে থাকা বাইক আরোহীকেও হেলমেট পরতে হবে। মূলত, ওই শহরে ক্রমবর্ধমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: অনবরত হামলায় অতিষ্ঠ! বাংলাদেশে ধৈর্যের বাঁধ ভাঙল হিন্দুদের, ঢাকার রাজপথে শুরু প্রতিবাদ
অবশ্যই মেনে চলতে হবে নিয়ম: এই বিষয়ে বিশাখাপত্তনম পুলিশ বলেছে যে নিয়ম (Traffic Rules) লঙ্ঘনের জন্য ১,০৩৫ টাকার চালান জারি করা হবে। পাশাপাশি, নিয়ম ভঙ্গকারীদের লাইসেন্সও তিন মাসের জন্য সাসপেন্ড করা হতে পারে। এদিকে, হেলমেটের কোয়ালিটি নিয়ে পুলিশের পক্ষ থেকে নির্দেশও দেওয়া হয়েছে।
আরও পড়ুন: এবার এই পেপার ছাড়া পেট্রোল পাম্পে গেলেই হবে সর্বনাশ! মিলবে ১০ হাজারের চালান, লাগু নিয়ম
যেখানে শুধুমাত্র ISI চিহ্নিত হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে বলে জানানো হয়েছে। ওই হেলমেট না থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মুম্বাই হোক বা দিল্লি, দেশের এই বড় বড় শহরগুলিতে স্কুটার ও বাইকের আরোহীদের জন্য হেলমেট পরার নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা হয়। এমতাবস্থায়, এই নিয়মের (Traffic Rules) প্রতি বাইক চালক এবং আরোহীদের অবশ্যই সতর্ক থাকতে হবে।