Kanchan Mallick: ‘কাঞ্চনের বন্ধুরাই পিঠে ছুরি মারছেন’, স্বামীকে আগলে ফোঁস করলেন স্ত্রী শ্রীময়ী

বাংলাহান্ট ডেস্ক : আরজিকর কাণ্ডে বিতর্কিত ‘বোনাস’ মন্তব্যে প্রথম থেকেই স্ত্রী শ্রীময়ী চট্টরাজকে পাশে পেয়েছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। সাধারণ মানুষ থেকে শুরু করে সহকর্মীরা তীব্র ধিক্কার জানালেন শ্রীময়ী পাশে থেকেই জবাব দিয়েছেন কাঞ্চনের (Kanchan Mallick) পক্ষ নিয়ে। এবার আরও এক বার সক্রিয় অভিনেত্রী। কাঞ্চনের (Kanchan Mallick) বন্ধুদের উদ্দেশেই ক্ষোভ উগরে দিলেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj)।

কাঞ্চনের (Kanchan Mallick) মন্তব্যে পাশে শ্রীময়ী

আরজিকর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে একটি ধর্না মঞ্চ থেকে কটাক্ষ শানিয়েছিলেন কাঞ্চন (Kanchan Mallick, যার তীব্র বিরূপ প্রভাব পড়ে সর্বত্র। তুমুল সমালোচিত হওয়ার পাশাপাশি সহকর্মী তথা বন্ধু মহলেও কার্যত কোণঠাসা হয়ে গিয়েছিলেন অভিনেতা বিধায়ক। পরে ভিডিও বার্তায় ক্ষমা চাইলেও লাভ হয়নি। উপরন্তু কাঞ্চনের (Kanchan Mallick) এই মন্তব্যের জেরে তাঁর বন্ধু, সহকর্মীদের মধ্যেও পুরস্কার ফেরানোর হিড়িক উঠেছে। এবার এই প্রসঙ্গেই ওই অভিনেতা অভিনেত্রীদের কটাক্ষে বিঁধলেন শ্রীময়ী।

আরো পড়ুন : Manu Bhaker: পদকজয়ী মনু ভাকেরের মুখে অমিতাভের ছবির ডায়লগ, ‘বলিউডে আসছেন?’ অবাক নেটিজেনরা

কাঞ্চনের বন্ধুদের একহাত নিলেন শ্রীময়ী

এক সংবাদ মাধ্যমকে শ্রীময়ী বলেন, কাঞ্চনের (Kanchan Mallick) সেদিনের মন্তব্যকে তিনি সমর্থন করেন না। তবে তিনি সেদিন যা বলেছেন, হয়তো মন ভালো না থাকার কারণে বলে ফেলেছেন। এর জন্য পরে ক্ষমাও চেয়েছেন। কিন্তু তারপরেও ইন্ডাস্ট্রির বন্ধুরা যেভাবে তাঁকে আক্রমণ করছেন তা দেখে তিনি অবাক, বক্তব্য শ্রীময়ীর। তাঁর কথায়, ‘একজন মানুষকে এভাবে কতটা ব্যক্তিগত আক্রমণ করা যায়? আমার তো এখন মনে হচ্ছে, কাঞ্চনের (Kanchan Mallick) যাঁরা বন্ধুবান্ধব তাঁরাই ওঁর পিঠে ছুরি মারার চেষ্টা করছেন। সারাক্ষণ ছুরি মারার চিন্তা ভাবনাই করছে’।

আরো পড়ুন : Mir Afsar Ali: ‘কিছু মানুষের শিক্ষা হওয়া দরকার’, শিক্ষক দিবসে কাদের কটাক্ষ শানালেন মীর!

আগেও পাশে পেয়েছেন শ্রীময়ীকে

এর আগেও কাঞ্চনের (Kanchan Mallick) বিতর্কিত মন্তব্যে পাশে দাঁড়িয়েছিলেন শ্রীময়ী। তাঁর কথায়, মন্তব্য নিয়ে সমালোচনা করলে সমালোচনা করলে তাঁর কোনো আপত্তি নেই। কিন্তু কাঞ্চনকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। তবে এ বিষয়ে আর মুখ খুলতে দেখা যায়নি অভিনেতাকে।

Kanchan Mallick

আপাতত শ্রীময়ী কাঞ্চন ব্যস্ত বাড়ির গণেশ পুজোর আয়োজনে। অভিনেতার বাড়ির গণেশ পুজো এবার ৫ বছরে দিতে চলেছে। গণপতি বাপ্পাকে ধুমধাম করে বাড়িতে আনার প্রস্তুতি চলছে শ্রীময়ী কাঞ্চনের।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর