বাংলাহান্ট ডেস্ক : সদ্য প্রয়াত হয়েছেন শিল্পপতি রতন টাটা (Ratan Tata)। রতন টাটার প্রয়াণে শোকোস্তব্ধ গোটা দেশ। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সাধারণ মানুষ, নিজের মতো করে সবাই শ্রদ্ধা জানিয়েছেন এই মানুষটিকে। রতন টাটা একজন শিল্পপতি শুধু নন, ছিলেন সাধারণ ভারতীয় মানুষের কাছে এক রূপকার।
কাকে নিজের হাতে চিঠি লিখেছিলেন রতন টাটা (Ratan Tata)?
তাঁর আমলেই বাস্তবায়িত হয়েছিল মধ্যবিত্তের এক লাখি গাড়ির স্বপ্ন। রতন টাটার (Ratan Tata) প্রয়াণের পর তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো চিঠি পোস্ট করেছেন আরপিজি গ্রুপের চেয়ারম্যান হর্ষ গয়েঙ্কা। ১৯৯৬ সালের ২৭ আগস্ট স্বয়ং রতন টাটা নিজের হাতে লিখেছিলেন এই চিঠি।
চিঠির প্রতিটি ছত্রে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন রতন টাটা (Ratan Tata)। টাটা গ্রুপ ও টাটা সন্সের তৎকালীন চেয়ারম্যান রতন টাটা নরসিমহা রাওকে (Narsimha Rao) তাঁর আর্থিক সংস্কারমূলক পদক্ষেপের প্রশংসা করে লেখেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আপনার অ্যাচিভমেন্ট গুরুত্বপূর্ন, অসামান্য। সেগুলি কখনওই ভুলে যাওয়া উচিত নয়।’
আরোও পড়ুন : Electric Bill দিতে গিয়ে মাথায় হাত? আগে জানুন, ফ্যান নাকি লাইট, কোথায় সবচেয়ে বেশি ওঠে বিদ্যুৎ
কৃতজ্ঞতা প্রকাশ করে রতন টাটা এই চিঠিতে আরো লেখেন, ‘এই চিঠির উদ্দেশ্য, আপনাকে জানানো যে, আমার চিন্তাভাবনা এবং শুভকামনা এই সময়ে আপনার সঙ্গে আছে। অন্তত এমন একজন মানুষ আছে, যে ভোলেনি, কখনও ভুলবে না আপনি দেশের জন্য কী করেছেন।’ রতন টাটার প্রয়াণের পর এই চিঠি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন হর্ষ গোয়েঙ্কা। এই চিঠি প্রকাশের সাথে সাথে গোয়েঙ্কা লেখেন, ‘একজন অপূর্ব মানুষের, সুন্দর লেখা।’
১৯৯১ থেকে ২০১২ সাল পর্যন্ত টাটা গ্রুপ ও টাটা সন্সের চেয়ারম্যান এবং অক্টোবর ২০১৬ থেকে ফেব্রুয়ারি ২০১৭ পর্যন্ত অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন প্রয়াত রতন টাটা। ২০০০ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ সামরিক সম্মান পদ্মভূষণ ও ২০০৮ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হন রতন টাটা।