কালীপুজোয় তুমুল ঝড়-বৃষ্টি? কবে থেকে হানা দেবে শীত? আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: কিছুদিন আগেই ঘূর্ণিঝড়ে দানার প্রভাবে কেঁপেছে গোটা দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। তবে দু’দিন ধরে শান্ত পরিস্থিতি। সেভাবে কোথাও বৃষ্টি হয়নি। আবহাওয়া অফিস (Weather Office) বলছে, আগামী কয়েকদিনও একই রকম থাকবে বাংলার আবহাওয়া। তবে একেবারে পিছু ছাড়বে না বৃষ্টি। কালীপুজো পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টি (Rainfall) হবে না কোথাও।

হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। কালীপুজোতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা মাত্র। কালীপুজোতে হালকা বৃষ্টিই হবে দক্ষিণবঙ্গে। অল্প সময়ের জন্য বৃষ্টি হতে পারে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া সহ বিভিন্ন জেলায়।

সাইক্লোন ‘দানা’র জেরে যে মেঘপুঞ্জ অবশিষ্ট রয়েছে, তার জেরে বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। কালীপুজোয় বৃষ্টি হলেও রবিবার ভাইফোঁটার দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টি হবে না কলকাতাতেও। এখনই ভোরের দিকে হালকা শিরশিরানি অনুভব হচ্ছে উত্তরবঙ্গের সমতলে। হাওয়া অফিস বলছে, নভেম্বরের শুরু থেকেই শুষ্ক আবহাওয়ার প্রভাব বাড়বে গোটা রাজ্যে।

আগামী সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গে কমবে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমবে। ধীরে ধীরে শুষ্ক আবহাওয়ার বিরাজ করবে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে দু’এক পশলা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। স্থানীয়ভাবেও কোথাও কোথাও দু’এক পশলা হালকা বৃষ্টি হতে পারে।

south bengal weather

আরও পড়ুন: ‘কালীপুজোয় ওত গয়না দিয়ে আর মাকে নিজে হাতে সাজাব না’, জানিয়ে দিলেন অনুব্রত, কারণ কী?

কালীপুজোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে সব জেলাই ভিজবে। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে না কোথাও। ৩১ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় দু’এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা আজ। নভেম্বর থেকেই এক ধাক্কায় নামতে পারে তাপমাত্রা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর