বাংলা হান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোর কথা কমবেশি সকলেই জানেন। মমতা (Mamata Banerjee) নিজে পুজোর কাজে হাত লাগান। চলতি বছরও এর অন্যথা হয়নি। এবার যেমন পশ্চিমবঙ্গ সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (Lakshmir Bhandar) প্রকল্পের ছোঁয়ায় নিজের বাড়ির পুজো সাজালেন তিনি। মন্দির সাজানো হয়েছিল ধানের ছরায়, পেঁচার মুখ আঁকা পয়সা জমানোর মাটির ঘট দিয়ে সাজানো হয়েছিল দেওয়াল।
চশমা চোখেই মমতার (Mamata Banerjee) বাড়ির পুজোয় এলেন অভিষেক
বৃহস্পতিবার সকালেই সমাজমাধ্যমে একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী জানান, তাঁর মায়ের হাত ধরে এই কালীপুজোর (Kali Puja) প্রচলন শুরু। চলতি বছর ৪৭ তম বছরে পা দিল। এদিন সকাল থেকেই পুজোর আয়োজনে ব্যস্ত ছিলেন মমতা। ভাই, ভ্রাতৃবধূ সহ পরিবারের বাকি সদস্যদের সঙ্গে পুজোর কাজে হাত লাগান তিনি। এসবের মাঝেই শুরু হয়ে যায় অতিথি সমাগম।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দেশে ফিরেছেন দু’দিন হল। চোখে অস্ত্রোপচারের জন্য বিদেশ গিয়েছিলেন তিনি। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছু বিধিনিষেধ মেনে চলতে হচ্ছে তাঁকে। সেই কারণে গতকাল সন্ধ্যায় কালো চশমা চোখে ‘পিসি’র বাড়ির পুজোয় আসেন ডায়মন্ড হারবারের সাংসদ।
আরও পড়ুনঃ ‘১৪ নভেম্বরের মধ্যে..,’ দুর্গামণ্ডপে দুষ্কৃতীদের ‘তাণ্ডব’! এবার বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের
মেয়ের হাত ধরে মমতার বাড়ির পুজোয় উপস্থিত হন তৃণমূল (Trinamool Congress) সেনাপতি। মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে নিজের বাড়ির পুজোর বেশ কিছু ঝলক শেয়ার করেছেন। এর মধ্যে বেশ কিছু ছবিতে দেখা যাচ্ছে, তাঁর পাশেই বসে রয়েছেন অভিষেক।
গতকাল সন্ধ্যায় মমতার (Mamata Banerjee) বাড়ির পুজোয় উপস্থিত হয়েছিলেন রাজ্যের নেতা, মন্ত্রী থেকে শুরু করে উচ্চপদস্থ আমলা, পুলিশকর্তারা। মন্ত্রী ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, শশী পাঁজা আগাগোড়া ছিলেন। তৃণমূলের শীর্ষ নেতাদের মধ্যে হাজির হয়েছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, কুণাল ঘোষ, জয়প্রকাশ মজুমদার প্রমুখরা। এছাড়াও সকন্যা মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব সহ পশ্চিমবঙ্গ সরকারের একাধিক উচ্চপদস্থ আমলারা এসেছিলেন গতকাল সন্ধ্যায়। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সপরিবার আসেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটের এই বাড়িতে।