থ্রিলার থেকে কমেডি, হাতে গরম ৩ টি সিনেমা আসছে OTT-তে, এগুলি দেখলেই উইকেন্ড ‘সর্টেড’

বাংলাহান্ট ডেস্ক : চলে এসেছে উইকেন্ড। সারা সপ্তাহ কাজের পর সপ্তাহান্তে দুটো দিনই আরামে আয়েশে কাটানো যায়। তাই শুক্রবার এলেই খোঁজ পড়ে নতুন কি সিনেমা (Cinema) মুক্তি পেল কিংবা কোন নতুন সিরিজ এল। উইকেন্ডে অনেকেই সিনেমা হলে যাওয়ার ঝক্কি নিতে চান না। সেক্ষেত্রে বাড়িতে বসেই যাতে সিনেমা হলের মজা নেওয়া যায় তার জন্য রয়েছে একগুচ্ছ ওটিটি প্ল্যাটফর্ম। আর সম্প্রতি বেশ কিছু নতুন ছবিও (Cinema) মুক্তি পেয়েছে ওটিটিতে।

ওটিটিতে আসছে তিনটি হিট সিনেমা (Cinema)

হিন্দি থেকে শুরু করে দক্ষিণী ভাষার ছবি (Cinema), থ্রিলার থেকে শুরু করে অ্যাকশন, যেমনটা চাইবেন সবই পাবেন ওটিটিতে। তাই তো দিন দিন জনপ্রিয়তা বেড়ে চলেছে প্ল্যাটফর্ম গুলির। সম্প্রতি কয়েকটি হিট ছবি জায়গা করে নিয়েছে ওটিটিতে, যেগুলি সপ্তাহান্তে দেখার জন্য একেবারে পারফেক্ট। তাহলে আর দেরি কেন, দেখে নিন তালিকা-

আরো পড়ুন : গলার সবথেকে প্রিয় গয়না এটাই, বছরে শুভশ্রীর আয় কত জানেন? চমকে দেবে টাকার অঙ্কটা!

দ্য বাকিংহাম মার্ডারস– বড়পর্দায় মুক্তি পাওয়ার পর এবার ওটিটি রিলিজ হয়েছে করিনা কাপুর অভিনীত ছবিটির (Cinema)। দ্য বাকিংহাম মার্ডারস ছবিতে একজন শোকগ্রস্ত গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন করিনা। ছবিটি অরিজিনাল হিংলিশ এবং হিন্দি ডাব করা ইংরেজি ভাষায় মুক্তি পেয়েছে। ৮ ই নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ছবিটি।

আরো পড়ুন : মুখে একটুও হাসি নেই, রচনা বন্দ্যোপাধ্যায়ের বিয়ের ছবি ভাইরাল নেটপাড়ায়, নেটিজেনরা বললেন…

ভেট্টিয়ান– তামিল অ্যাকশন ড্রামা ছবিটিতে (Cinema) একসঙ্গে দেখা যাবে রজনীকান্ত এবং অমিতাভ বচ্চনকে। এটি তাঁর তামিল ডেবিউ। ছবিতে একজন সিনিয়র পুলিশ অফিসারের ভূমিকায় রয়েছেন রজনীকান্ত। এছাড়াও রয়েছেন রানা দগ্গুবতী, ফাহাদ ফাসিল, মঞ্জু ওয়ারিয়ারের মতো অভিনেতারা। অ্যামাজন প্রাইমে ৮ ই নভেম্বর মুক্তি পাবে ছবিটি।

Cinema

বিজয় ৬৯– ৬৯ বছর বয়সে এসে একজন প্রৌঢ় ঠিক করেন তিনি ট্রাইঅ্যাথলনে অংশ নেবেন। তারপর কী হয়? হাসির মিশেলে ছবিটিতে (Cinema) অভিনয় করেছেন অনুপম খের। এটিও ৮ ই নভেম্বর মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর