বাংলা হান্ট ডেস্কঃ অক্টোবর মাস থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে উৎসবের মরসুম। নভেম্বর মাসেও তা চলছে। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজোর পর এবার কার্তিক পুজোর পালা। এই পুজো ঘিরে আবার অন্য একটা আমেজ কাজ করে। বহু নবদম্পতির বাড়িতে ইতিমধ্যেই কার্তিক পড়েছে। এবার তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে (Rachana Banerjee) এই নিয়ে প্রশ্ন করা হল। তাঁর বাড়িতে কখনও কার্তিক পড়েছে? জানতে চাওয়া হল ‘দিদি নম্বর ওয়ান’এর কাছ থেকে।
কার্তিক পুজো নিয়ে কী বললেন রচনা (Rachana Banerjee)?
বৃহস্পতিবার বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পোলবার একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তৃণমূল (Trinamool Congress) সাংসদ। বরুনানপাড়ার কৃষি খামার প্রাঙ্গনে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রচনা। ট্যাব কেলেঙ্কারি থেকে শুরু করে উৎসব, বেশ কিছু বিষয়ে কথা বলেন তিনি।
আরও পড়ুনঃ সত্যিই শরীরে ঢুকেছে রাশিয়ান বিষ? সাতসকালে অর্জুন সিং যা করলেন … তোলপাড়
হুগলির সাংসদকে জিজ্ঞেস করা হয়, তাঁর বাড়িতে কার্তিক পুজো (Kartik Puja) হয় কিনা। জবাব আসে, ‘আমার বাড়িতে কখনওই কার্তিক পুজো হয় না’। এখন না হলেও, বন্ধু-বান্ধবরা কি কখনও বাড়িতে কার্তিক ফেলেনি? সাংবাদিকদের প্রশ্ন শুনেই হাসতে শুরু করেন রচনা।
একগাল হাসি নিয়েই তৃণমূল (TMC) সাংসদ বলেন, ‘না না, আমার বাড়িতে কার্তিক পড়েনি। আর কার্তিক ফেলার সময়ও নেই’। কার্তিক পুজোর পাশাপাশি এদিন জগদ্ধাত্রী পুজো নিয়েও কথা বলেন তিনি। চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজোয় আসতে না পারায় আক্ষেপের সুর শোনা যায় রচনা গলায়।
উৎসব-পুজোর পাশাপাশি এদিন ‘তরুণের স্বপ্ন’ চুরি নিয়েও কথা বলেন ‘দিদি নম্বর ওয়ান’। রচনা (Rachana Banerjee) বলেন, ‘এই ধরণের ঘটনা কেন ঘটছে সেটা দেখতে হবে। অবশ্যই এর বিহিত করতে হবে’। এদিকে ট্যাব কেলেঙ্কারি নিয়ে ইতিমধ্যেই রাজ্যের শাসকদল তৃণমূলকে নিশানা করতে শুরু করেছেন বিরোধীরা।। সেই প্রসঙ্গে হুগলির সাংসদ বলেন, ‘ওনারা তো বলতেই থাকবেন। লোগ তো কুছ কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় কেহনা’।