বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছু সময়ে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় একের পর এক জামিন মিলেছে। তবে এখনও জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এই অবস্থায় জামিন পেতে মরিয়া হয়ে উঠেছে পার্থ। আগেই জামিনের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। বুধবার সেই মামলার শুনানিতেই বিচারপতির ভর্ৎসনার মুখে পড়ে ইডি।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিচারপতি সূর্যকান্ত মিশ্রের প্রশ্ন, “আপনাদের সাজা ঘোষণার হার কত? তা তো অত্যন্ত খারাপ, ৬০ থেকে ৭০ শতাংশ হলেও বোঝা যেত।” পার্থর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের আবাসন থেকে টাকার উদ্ধারের সেই ঘটনা নিয়েও প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট।
গতকাল পার্থর হয়ে আদালতে জোর সওয়াল করেন তার আইনজীবী মুকুল রোহতগী। তিনি বলেন, গত আড়াই বছর ধরে পার্থ জেলে রয়েছে। অথচ এখনও বিচারপ্রক্রিয়া শুরু হয়নি। যে মামলায় পার্থ জেলবন্দি তাত সর্বোচ্চ সাত বছর সাজা হতে পারে। তার মধ্যে তো তিন ভাগের এক ভাগ জেলে কেটে গিয়েছে পার্থর। সওয়াল পার্থর আইনজীবীর।
এরপরই আদালতের প্রশ্নের মুখে পড়ে ইডির ভূমিকা। আদালতে ইডির যুক্তি, এই মামলায় ১০০ শতাংশ সাজা ঘোষণা হবে। পাল্টা বিচারপতি মিশ্রর প্রশ্ন, “পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিলে অসুবিধা কোথায়?” টাকা উদ্ধারের প্রসঙ্গে বিচারপতি বলেন, “কে এই অর্পিতা? শুধুমাত্র তার বয়ান দিয়ে হবে না, অন্য প্রমাণ খতিয়ে দেখতে হবে। পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী ছিলেন প্রভাবশালী ছিলেন ঠিকই। কিন্তু ঘুষের টাকা কেউ নিজের বাড়িতে রাখে না।”
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কতদিন ইডি এবং সিবিআই হেফাজতে ছিলেন তা জানতে চায় সুপ্রিম কোর্ট। সোমবারের মধ্যে তা জানাতে হবে। আগামী সোমবারই এই মামলার পরবর্তী শুনানি। প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় ২০২২ সালের ২২ জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করে ইডি।
আরও পড়ুন: DA না বাড়লেও ৩ হাজার টাকা করে বাড়ল কর্মীদের বেতন, বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার
সেই জুলাই মাসেই পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় ৫০ কোটি টাকা সহ কেজি কেজি সোনার গয়না উদ্ধার করে তদন্তকারী সংস্থা। কাঁড়ি কাঁড়ি টাকার পাহাড় উদ্ধারের পর গ্রেফতার করা হয় অর্পিতাকেও। সদ্য বিশেষ আদালত থেকে জামিন পেয়েছেন অর্পিতা। তারপর থেকেই পার্থর জামিনের সম্ভাবনাও জোড়ালো হচ্ছে।