বাংলা হান্ট ডেস্কঃ আন্তর্জাতিক ভাষা দিবসের আগেই বড় উদ্যোগ কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation)। এবার থেকে শহর কলকাতার সকল হোর্ডিং, সাইন বোর্ড থেকে শুরু করে রাস্তার নামফলক, সরকারি দফতরের নামের বোর্ড- সব কিছু অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা ভাষা এবং হরফে লেখার কাজ বাধ্যতামূলকভাবে সেরে ফেলতে চাইছে কেএমসি। ইতিমধ্যেই এই মর্মে কলকাতা পুলিশের সদর দফতরে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর।
বাংলা ভাষা নিয়ে বড় উদ্যোগ কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation)!
একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন কলকাতা পুরনিগমের সচিব। সেই সঙ্গেই এই সিদ্ধান্ত যাতে দ্রুত বাস্তবায়িত হয়, সেটা নিশ্চিত করতে কেএমসির তরফ থেকে লালবাজার (Lalbazar) কর্তৃপক্ষকে চিঠিও দেওয়া হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, গত ২৬ নভেম্বর এই চিঠি পাঠানো হয়েছে।
রিপোর্ট বলছে, পুর কর্তৃপক্ষের মতে, বাংলা আমাদের মাতৃভাষা। কিন্তু তা সত্ত্বেও শহর কলকাতার প্রচুর রেস্তোরাঁ, দোকানের নাম ফলকে বাংলা ভাষা চোখে পড়ে না! সেই কারণে এবার কোমর বেঁধে নামছে পুর প্রশাসন (Kolkata Municipal Corporation)। এবার থেকে নামফলকে অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা ভাষাও বাধ্যতামূলক করা হয়েছে।
এই সিদ্ধান্ত যথাযথভাবে কার্যকর হচ্ছে কিনা সেদিকে কলকাতা পুরসভার পাশাপাশি কলকাতা পুলিশেরও (Kolkata Police) কড়া নজর থাকবে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই লালবাজারের তরফ থেকে শহরের সব থানায় এক বিজ্ঞপ্তি পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, নিজ নিজ এলাকার সব ব্যবসায়ী যাতে নিজেদের প্রতিষ্ঠানের নামফলক অন্যান্য ভাষার সঙ্গেই বাংলা ভাষাতেও লেখেন, সেদিকে স্থানীয় থানাকে নজর রাখতে হবে। থানার ওসি-কে এই বিষয়টি দেখতে বলা হয়েছে বলে খবর।
কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation) সূত্রে খবর, গত ২৬ অক্টোবর মাসিক পুর অধিবেশনে ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে একটি প্রস্তাব পেশ করেছিলেন। সেখানেই কেএমসির অধীন সব এলাকায় সরকারি বেসরকারি সকল সাইন বোর্ডে বাংলা ভাষা রাখার কথা বলা হয়েছিল। সেই সঙ্গেই পুরসভার নথি, বিজ্ঞপ্তি এবং চিঠিপত্র বাংলা ভাষাতেই লেখা উচিত বলে নিজের প্রস্তাবে তুলে ধরেছিলেন তিনি। তাতে মেয়র ফিরহাদ হাকিম সম্মতি দিয়েছিলেন। এবার সেই প্রস্তাবই বাস্তবায়িত করার উদ্যোগ নিয়েছে পুরসভা।